For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ড : প্রবল বৃষ্টিতে 'ধুয়ে-মুছে সাফ' কেদারধামে যাওয়ার সেতু

  • |
Google Oneindia Bengali News

দেরাদুন, ২৬ জুন : বর্ষা আসতেই ফের অশনি সঙ্কেতের আভাস উত্তরাখণ্ডে। গতকাল প্রবল বৃষ্টিতে মন্দাকিনি নদীর উপরে একটি গোটা সেতু ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে।

কেদারনাথে যাওয়ার আগে সোনপ্রয়াগ ও গৌরিকুণ্ডের মাঝে ছিল সেতুটি। বৃষ্টির প্রবল তোড়ে তার আর কোনও অস্তিস্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলা ম্যাজিস্ট্রেট রাঘব ল্যাঙ্গার।

প্রবল বৃষ্টিতে 'ধুয়ে-মুছে সাফ' কেদারধামে যাওয়ার সেতু


কেদারধামে যাওয়ার ক্ষেত্রে এই সেতুটির গুরুত্ব অনেক। গাড়ি-ঘোড়া থেকে শুরু করে মানুষজন সবই এর উপর দিয়ে চলাফেরা করে। ফলে এখন সোনপ্রয়াগের আগে আর যাত্রীদের যাওয়া সম্ভব নয় বলে সরকারি তরফে জানা গিয়েছে।

বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টির জেরে কেদারধামের যাত্রা আটকে দেওয়া হয়েছে। আগামী দু'দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে নানা জায়গায় ধস নামতে পারে বলেও জানানো হয়েছে। গতকাল প্রায় চারশো তীর্থযাত্রীকে উদ্ধার করে আনা হয়েছে। আরও কেউ থাকলে তাদের খোঁজ চালানো হচ্ছে।

প্রসঙ্গত ২০১৩ সালে এমন সময়েই প্রবল বৃষ্টি, বন্যা ও ধসে বহু মানুষ উত্তরাখণ্ডে প্রাণ হারান।

English summary
Heavy rains wash away vital bridge on way to Kedarnath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X