(ছবি) দেখে নিন কীভাবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন
মুম্বই, ১৯ জুন : প্রতিবছরের মতো এবছরও বর্ষার শুরুতেই বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। গতকাল রাতে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বইয়ের জনজীবন।
বিপদ এমনই যে জারি করা হয়েছে বন্যার সতর্কতাও। জানা গিয়েছে, গতকাল রাত থেকে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দাদর, থানে, চেম্বুর, আন্ধেরি, নবি মুম্বই, পারেল, তিলকনগর, কুরলা সহ মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
রাত থেকে চলা বৃষ্টির ফলে বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে নানা জায়গায় লোকাল ট্রেন ও বাস পরিষেবা বাতিল করা হয়েছে। কিছু বিমানকেও মুম্বই বিমানবন্দরে না নামিয়ে কাছের বিমানবন্দরগুলিতে অবতরণ করানো হয়েছে। স্কুল-কলেজ, এমনকী মুম্বই হাইকোর্টেও কাজকর্ম শিকেয় উঠেছে প্রবল বৃষ্টিতে।
আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক, বিপর্যস্ত মুম্বইনগরীর চিত্র।

বিপর্যস্ত মুম্বই
এদিন সকালে স্কুল বা অফিসের জন্য রাস্তায় বেরিয়ে হয়রান হন সাধারণ মানুষ। ট্রেন-বাস কিছুই চলছে না। দুর্ভোগের শিকার হয় আমজনতা।

বিপর্যস্ত মুম্বই
রেল জানিয়েছে, মধ্য, দক্ষিণ ও হারবার শাখার ট্রেন বাতিল করা হয়েছে।

বিপর্যস্ত মুম্বই
ট্রেন বাতিল শুনে বহু যাত্রী বাস, অটো, ট্যাক্সি ধরতে ছোটেন, ফলে জল জমা রাস্তায় ট্রাফিক জ্যামে ফেঁসে আরও হয়রানি বেড়েছে।

বিপর্যস্ত মুম্বই
থানে-কারজাট, বাসবী-পানভেল রুটে কয়েক জায়গায় ট্রেন চলছে। রেল লাইনের উপর থেকে জমা জল সরে না গেলে ট্রেন চালানো যাবে না বলে জানিয়েছেন মধ্য রেলের জনসংযোগ আধিকারিক একে সিং।

বিপর্যস্ত মুম্বই
প্রবল বৃষ্টিতে কোথাও হাঁটু সমান জল জমে গিয়েছে, কোথাও আবার কোমর সমান জলে বিপর্যস্ত জনজীবন।

বিপর্যস্ত মুম্বই
হাজি আলি এলাকার সামনে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে।

বিপর্যস্ত মুম্বই
মুম্বইয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

বিপর্যস্ত মুম্বই
মাহিম এলাকায় আলাদা আলাদা পাঁচটি জায়গায় গাছ পড়ে গিয়ে রাস্তা আটকে গিয়েছে। আন্ধেরি স্টেশনের বাইরের এলাকাও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিপর্যস্ত মুম্বই
মুম্বইয়ের সরকারি বাস পরিষেবা 'বেস্ট'-এর বাসও রাস্তায় বেরোয়নি কারণ বেশিরভাগ কর্মীই অনুপস্থিত রয়েছেন।

বিপর্যস্ত মুম্বই
মুম্বই হাইকোর্টেও অধিকাংশ আইনজীবী, কর্মীরা না আসায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

বিপর্যস্ত মুম্বই
বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, মুম্বইয় শহরে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৮৮ মিলিমিটার। মুম্বইয়ের পূর্ব এবং পশ্চিম শহরতলিতে বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে ১৫৫ ও ১৭২ মিলিমিটার।

বিপর্যস্ত মুম্বই
এদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে রাজ্য আবহাওয়া দপ্তর।