For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বৃষ্টির জের! মুম্বই-সহ আশপাশের এলাকায় বিপর্যস্ত জনজীবন

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ আশপাশের এলাকা। ব্যাপক প্রভাব পড়েছে সাধারণ জনজীবনে। আবহ দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বই, রায়গড়, থানে, পালঘরে।

  • |
Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ আশপাশের এলাকা। ব্যাপক প্রভাব পড়েছে সাধারণ জনজীবনে।

প্রবল বৃষ্টির জের! মুম্বই-সহ আশপাশের এলাকায় বিপর্যস্ত জনজীবন

আবহ দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুম্বই, রায়গড়, থানে, পালঘরে। শহরের তুলনায় শহরতলীতে আরও বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামি দুদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

শহরের বিভিন্ন অংশ জলবন্দি হওয়ার খবর পাওয়া গিয়েছে। সিওন থাতনায় ঢুকেছে জল। রাস্তায় জন জমার কারণে শহরের ট্রাফিক ব্যবস্থার ওপরেও প্রভাব পড়েছে।

প্রবল বৃষ্টির জের! মুম্বই-সহ আশপাশের এলাকায় বিপর্যস্ত জনজীবন

মুম্বইয়ের বেস্ট বাসগুলিকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিংবা তাদের যাত্রাপথ স্থগিত করে দেওয়া হয়েছে।

দক্ষিণ মুম্বইয়ে রবিবার সকাল ৮.৩০ থেকে ১১.৩০-এর মধ্যে ১৯.৪ মিমি বৃষ্টি হয়েছে। অন্যদিকে শহরতলিতে বৃষ্টি হয়েছে প্রায় ১২ মিমি।

আবহ দফতরের তরফ থেরে কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমবে।

মুম্বই পুলিশের তরফে শহরে ভারী যানবাহনের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিদ্যাবিহার এবং বাইকুলার মধ্যে রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন বাতিলের কথা জানিয়েছে সেন্ট্রাল রেল।

English summary
Heavy rains across Mumbai city and adjoining areas continue to affect normal life in several parts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X