For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, মৃত ৪ জন,কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

এরাজ্যের পাশাপাশি মুষলধারার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইও। রবিবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় মায়ানগরীতে। বৃষ্টির ফলে মুম্বইয়ের বিবিন্ন জায়গায় জল দাঁড়াতে শুরু করে।

Google Oneindia Bengali News

এরাজ্যের পাশাপাশি মুষলধারার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইও। রবিবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় মায়ানগরীতে। বৃষ্টির ফলে মুম্বইয়ের বিবিন্ন জায়গায় জল দাঁড়াতে শুরু করে। বিপর্যস্ত হতে শুরু করে স্বাভাবিক জনজীবন। বৃষ্টির জেরে ওয়াডালাতে ধসে গিয়েছে একটি বাড়ি। যদিও কোনো হতাহতের খবর সেখান থেকে পাওয়া যায়নি। এদিকে, ওয়াডোলে বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৩ জনের, খোলা পিটে পড়ে গিয়ে মারা গিয়েছেন ১ জন. মৃতদের মধ্যে এক কিশোর ও এক কিশোরী রয়েছে।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বিপাকে ট্রেন-বিমান পরিষেবা , কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

এদিকে, রবিবার মুম্বইতে প্রবল বৃষ্টিতে গাছ পড়ে আহত হয়েছেন ৫ জন। বিভিন্ন জায়গায় দল দাঁড়িয়ে যাওয়ায় থমকে গিয়েছে শহরের ট্রাফিক। মুষলধারায় বৃষ্টিপাতের জন্য আরব সাগর পারের এই শহরে ৪ থেকে ১৪ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবিষয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে। মায়ানগরীর বহু জংশন স্টেশনে জল দাঁড়াবার জন্য থমকে গিয়েছে ট্রেন পরিষেবা। একাধিক রুটে লোকাল ট্রেনা চলাচলে বিঘ্নব ঘটেছে। থানে ও বাইকুলাতে জল জমার কারণে ট্রেন ২০ মিনিট দেরিতে ছাড়ছে। এদিকে, বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বইয়ের বিমান পরিষেবাও। ২৬ টি বিমানের উড়ানে এদিন বিলম্ব ঘটে।

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে জল দাঁড়িয়েছে আন্ধেরি,খার, মালাদ, চেম্বুরের মত জায়গায়। জল দাঁড়িয়েছে মুম্বই পুনে এক্সপ্রেসহাইওয়েতে। গতকালই মুম্বইয়ে প্রায় বৃষ্টি হয়েছে ১১০ মিলিমিটার , তবে আগামী ২৪ ঘণ্টায় সেখানে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনভর সেখানে বজ্রবিদ্যফখ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

English summary
Heavy Rain Slows Down Mumbai Rush Hour Traffic, Trains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X