For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) আরও ভারী বৃষ্টির পূর্বাভাস, বেহাল মু্ম্বইয়ের নাগরিক জনজীবন

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২০ জুন : গত ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে নানা এলাকায় বৃষ্টি হয়েছে গড়ে ৪০০-৫০০ মিলিমিটার। আর তার ফলেই বর্ষার শুরুতেই বেহাল অবস্থা বাণিজ্যনগরী মুম্বইয়ের। [দেখে নিন কীভাবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন]

গত দুদিন ধরে লাগাতার বর্ষণে বিভিন্ন এলাকা কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জলে ডুবে গিয়েছে। এদিন অর্থাৎ শনিবার, বিকেল ৩ টে ১০ মিনিটে সমুদ্রে ৪ মিটারেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। গতকালের মতো এদিনও কোনও ঝুঁকি না নিয়ে বহু স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। এদিন ফের আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ে গতকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও এদিন মধ্য ও হারবার শাখার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বাস পরিষেবাও মোটের উপরে স্বাভাবিক রয়েছে। আসুন একঝলকে দেখে নেওয়া যাক, গত দু'দিনের মুম্বইয়ের জলছবি।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

মুম্বইয়ের রাস্তা জলমগ্ন, সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

রেললাইন চলে গিয়েছে জলের তলায়।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

ট্রেন চলাচল স্থগিত করে দেওয়া হয় গতকাল, ফলে রেললাইন ধরেই গন্তব্য়ে পৌঁছনোর চেষ্টা যাত্রীদের।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

মুম্বইয়ের বেশিরভাগ রাস্তার হালই এমন হয়ে রয়েছে। বৃহন্মুম্বই কর্পোরেশন পুরোদমে কাজ চালালেও আরও বর্ষার পূর্বাভাস আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

গতকাল এভাবেই জমা জলে মাঝপথে দাঁড়িয়ে ছিল অধিকাংশ ট্রেন।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

বৃষ্টিতে চারিদিকে জলে থইথই। তাতে কি, এর মাঝেই সেলফি তুলতে ব্যস্ত এই প্রজন্ম।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

জমা জলের মধ্যেই রোজনামচা মুম্বইয়ের রাস্তায়।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

জমা জলে, বৃষ্টিতে ভিজে মজাচ্ছ্বলে গোটা পরিবেশ উপভোগ কিশোরীদের।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

মুম্বইয়ে বৃষ্টির মধ্যেই চলছে নিত্যদিনের কাজ, পথে বেরিয়েছে শিশুরাও।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

এক গাড়ি সমান জল জমে গিয়েছে মুম্বইয়ের কিছু কিছু এলাকায়।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

খানা-খন্দে পড়ে এভাবেই নানা জায়গায় আটকে রয়েছে গাড়ি।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

এক কোমর জলের মধ্যে দিয়েই রাস্তায় চলাচল করতে হচ্ছে মুম্বইয়ের বাসিন্দাদের।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

গতকাল দাদরের একটি রাস্তায় এভাবেই রাস্তার মাঝে গাছ পড়ে গিয়ে রাস্তা আটকে যায়।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

থানেতেও রেল লাইনের উপর জল জমে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাইরে বেরনো যাত্রীরা প্রবল হয়রানির মধ্য়ে পড়েন।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

সাইকেলের উপরে দুধের ক্যান নিয়ে বৃষ্টিতে ভিজে রোজনামচা এক মুম্বইকরের।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

মুম্বইয়ের বহু রাস্তায় এভাবেই আটকে রয়েছে বহু গাড়ি। আর তা ঘিরে মজায় মেতেছে যুবকরা।

জলমগ্ন মুম্বই

জলমগ্ন মুম্বই

এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে দুর্যোগ কোথায় গিয়ে থামবে তা বোধহয় ঈশ্বরই জানেন।

English summary
Heavy rain in Mumbai: Water logging continues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X