For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ সহ উত্তর-পশ্চিমে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কি বলছে ওয়েদার আপটেড

পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় আজ ভারী বর্ষণেপ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে দেশের উত্তরভাগ ও পশ্চিমভাগেও বৃষ্টির একইরকম পূর্বাভাস জারি হয়েছে।

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় আজ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে দেশের উত্তরভাগ ও পশ্চিমভাগেও বৃষ্টির একইরকম পূর্বাভাস জারি হয়েছে। আবহাওয়ার যে রিপোর্ট আজ সকালে প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, দিঘার উপরে মৌসুমী অক্ষরেখা এখনও রয়েছে। এই মৌসুমী অক্ষরেখা অসমের নওদা থেকে বিস্তৃত হয়ে অমৃতসর, চণ্ডীগড় এবং মধ্য মহারাষ্ট্রের উপর পর্যন্ত বিস্তার লাভ করেছে।

দেশজুড়ে কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানুন

এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গ তীরবর্তী বঙ্গোপসাগর উপকূল উত্তাল থাকবে। যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশাতেও একই সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তর ছত্তিশগঢ়-এ বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। এই কয়দিন সমুদ্রও প্রচণ্ড উত্তাল থাকবে বলে জানানো হয়েছে।

দেশজুড়ে কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানুন

দিন কয়েক ধরেই ভারী বর্ষণের প্রকোপে রয়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের একটা বিস্তৃর্ণ এলাকা। প্রবল বর্ষণের ঘেরাটোপে রয়েছে কঙ্কণ উপকূলের তীরবর্তী স্থানও। যার মধ্যে অবশ্যই রয়েছে গোয়া এবং বিদর্ভ অঞ্চল। এছাড়া বিক্ষিপ্ত কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরম, ত্রিপুরা, অন্ধ্র প্রদেশের উপকূল এলাকা, কর্ণাটক, কেরল এবং মারাঠওয়াডার প্রত্যন্ত এলাকায়।

দেশজুড়ে কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানুন

এই ভারী বর্ষণে অবশ্য কলকাতায় প্যাঁচপ্যাঁচে গরম কমার কোনও সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। কারণ, আজও দিনভর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রাও ২৬ ডিগ্রির নিচে যাওয়ার সম্ভাবনা কম। তারপরে আপেক্ষিক আদ্রতাও ৮০-র উপরে। তাই গরমের অসহনীয়তা আজও বজায় থাকবে বলেই মনে করছেন আবহবিদরা।

দেশজুড়ে কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানুন

English summary
The axis of monsoon at mean sea level conytinues to pass through Amritsar, Chandigarh, shajahanpur, Gorakhpur, Nawda, Bankura, Digha. As a result heavy rain forecast over these area.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X