For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই ফের বৃষ্টিতে বিপর্যস্ত, ফিরল আতঙ্ক

ফের ভারী বর্ষণের বিপর্যস্ত হয়ে পড়ল মুম্বই। মঙ্গলবার বর্ষণের জেরে বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গণেশ পুজোর মধ্যে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। দুর্গাপুজোর প্রাক্কালেও একই দুর্যোগ ঘনীভূত হল। ফের ভারী বর্ষণের বিপর্যস্ত হয়ে পড়ল মুম্বই। মঙ্গলবার বর্ষণের জেরে বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে। ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। যার জেরে আজ বুধবার শহরের স্কুল-কলেজগুলিকে বন্ধ রাখতে বলা হয়েছে।

মুম্বই ফের বৃষ্টিতে বিপর্যস্ত, ফিরল আতঙ্ক

আগামী ২৪ ঘণ্টায় আরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতর ভবিষ্যদ্বাণী করেছে। মুম্বই বিমানবন্দরেও জল জমার কারণে বেশকিছু ফ্লাইট দেরিতে ছেড়েছে। কিছু ফ্লাইটের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে স্পাইস জেটের একটি বিমান অবতরণের সময় রানওয়ের পাশে কাদায় চাকা আটকে যায়। বিমানে ১৮৩জন যাত্রী ছিলেন। সকলকে সুরক্ষিত বের করে আনা হয়েছে। মূল রানওয়ে রাত থেকেই বন্ধ করে রাখা হয়েছে।

মুম্বই শহরের দক্ষিণে এছাড়া কান্দিভলি, বোরিভলি, আন্ধেরি, ভান্ডুপ এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সংবাদসংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে।

কিছুদিন আগেই তুমুল বৃষ্টিতে মুম্বই শহর ভেসে গিয়েছিল। বেশ কয়েকজনের মৃত্যুও হয়। তার স্মৃতি কাটতে না কাটতেই ফের অতি ভারী বর্ষণের জেরে আতঙ্ক ফিরেছে বাণিজ্যনগরীতে।

English summary
Heavy rain battered Mumbai again, triggering waterlogging in many areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X