For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে পাক সীমান্তে ভারত-পাকিস্তান প্রবল গোলাবর্ষণ! ২৬/১১ এর বার্ষিকীতে চড়ছে পারদ

কাশ্মীরে পাক সীমান্তে ভারত-পাকিস্তান প্রবল গোলাবর্ষণ! ২৬/১১ এর বার্ষিকীতেচড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

এদিন কাশ্মীরের পাকিস্তান সীমান্তে প্রবল গোলা বর্ষণ শুরু হয়। ২৬ /১১ এর বর্ষপূর্তীর আবহে যে কাশ্মীর অশান্ত করতে পাকিস্তান মুখিয়ে থাকবে, তা আগেই জানান দিয়েছে ভারতের গোয়েন্দা শিবির। এবার কার্যত সেইতথ্যের সঙ্গে মিলে গেল বাস্তব।

 ৩ জঙ্গির হামলা শ্রীনগরে

৩ জঙ্গির হামলা শ্রীনগরে

২৬/১১ মুম্বই হামলার ১২ বছর পূর্ণ হল আজ। এমন দিনে শ্রীনগরের বুকে ২ সেনা জওয়ানকে টার্গেটে রেখে প্রবল হামলা চালায় ৩ জঙ্গি। শ্রীনগরের এই হামলায় ২ সেনা জওয়ান আহত হন। এরপরই তাঁরা আঘাতের জেরে শহিদ হন। যে ঘটনার পরই পারদ চড়তে থাকে কাশ্মীরে।

 পুঞ্চে ব্যাপক গোলাবর্ষণ

পুঞ্চে ব্যাপক গোলাবর্ষণ

এদিকে এদিন দুপুর ১:৩০ মিনিট নাগাদ পাকিস্তানি সেনার তরফে সীমান্তে প্রবল গোলা বর্ষণ শুরু হয়। পাল্টা জবাব দেয় ভারতও। পুঞ্চের কাসাবা ও কিরনি সেক্টের চলে গোলা বর্ষণ।

গোয়েন্দা রিপোর্ট কী বলছে?

গোয়েন্দা রিপোর্ট কী বলছে?

প্রসঙ্গত, ২৬/১১ এর বর্ষপূর্তী থেকে শুরু করে , সামনেই জম্মু ও কাশ্মীরের ডিডিসি নির্বাচনকে পাখির চোখ করে রেখে পাকিস্তানের জঙ্গি লঞ্চপ্যাড সক্রিয় হতে শুরু করেছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

 ব্যবহার হচ্ছে ড্রোন ও সুড়ঙ্গের

ব্যবহার হচ্ছে ড্রোন ও সুড়ঙ্গের

ভারতে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ করাতে ড্রোনের ব্যবহার শুরু করেছে পাক সেনা। সেই সঙ্গে একাদিক সুড়ঙ্গ উপত্যকার বুকে খুঁড়ে তার মধ্যে দিয়ে কাশ্মীরে জঙ্গি পাঠাচ্ছে ইমরান খানের দেশ।

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার, ভোটের আগে বড় চমক রাজ্য সরকারেরস্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার, ভোটের আগে বড় চমক রাজ্য সরকারের

English summary
Heavy Firing in Jammu and kashmir's poonch sector on 26/11 anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X