For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইক্লোন 'আম্ফানে'র দাপটের পর নয়া আবহাওয়া ঘিরে অ্যালার্ট জারি! কী জানাচ্ছে আইএমডি

সাইক্লোন 'আম্ফানে'র দাপটের পর নয়া আবহাওয়া ঘিরে অ্যালার্ট জারি! কী জানাচ্ছে আইএমডি

Google Oneindia Bengali News

সবেমাত্র একটি দুর্যোগ কেটেছে। এবার আবহাওয়া ঘিরে আরও এক অশনি সংকেতের বার্তা হাওয়া অফিসের। আইএমডির তরফে এবার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হল কয়েকটি রাজ্যের জন্য।

 প্রবল তাপপ্রবাহ আসছে!

প্রবল তাপপ্রবাহ আসছে!

মে মাসের ২৪ থেকে ২৭ তারিখের মধ্যে দেশের ৪ চি বড় শহরে তাপপ্রবাহের দাপট প্রবলভাবে থাকবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় সহ একধিক জায়গায় চলবে তাপপ্রবাহ।

 কোথায় সবচেয়ে বেশি পরিস্থিতি খারাপ হবে?

কোথায় সবচেয়ে বেশি পরিস্থিতি খারাপ হবে?

আইএমডির আশঙ্কা মে মাসের ২৪ থেকে ২৭ তারিখ এই তাপপ্রবাহ রাজস্থান ও হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় প্রবল দাবদাহের সঞ্চার করবে। যার ফলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বাড়তে পারে।

 দিল্লি ৪৫ ডিগ্রিতে!

দিল্লি ৪৫ ডিগ্রিতে!

আগামী সপ্তাহেই রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। এমই বার্তা দেওয়া হয়েছে আইএমডির সতর্কবাণীতে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রিতে।

 সবচেয়ে বেশি তাপমাত্রা কোথায় থাকবে?

সবচেয়ে বেশি তাপমাত্রা কোথায় থাকবে?

দেশের একাধিক শহরে সবচেয়ে বেশি পরিমাণ তাপমাত্রা এই সময়ে থাকবে। গঙ্গানগর, আগরা, ঝাঁসি, খাজুরাহো, নাগপুর, অকোলা, গোয়ালিয়ার, পালাম, দিল্লিতে থাকবে প্রবল তাপমাত্রা। এছাড়াও বিলাসপুর, রায়পুর, মেডাক, হায়দরাবাদ, চন্ডিগড়ে থাকবে প্রবল তাপমাত্রা।

করোনা প্রভাবিত ১১টি কর্পোরেশনকে 'আরও টেস্টে'-এর বার্তা কেন্দ্রের, তালিকায় এ রাজ্যও!করোনা প্রভাবিত ১১টি কর্পোরেশনকে 'আরও টেস্টে'-এর বার্তা কেন্দ্রের, তালিকায় এ রাজ্যও!

English summary
Heat wave warning amid Corona situation after Cyclone Amphan in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X