For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বসন্তের শুরুতেই তাপ প্রবাহের সতর্কতা জারি, হলুদ সতর্কতা জারি হল উপকূলবর্তী রাজ্যে

বসন্তের শুরুতেই তাপ প্রবাহের সতর্কতা জারি, হলুদ সতর্কতা জারি হল উপকূলবর্তী রাজ্যে

Google Oneindia Bengali News

বসন্তের শুরুতেই তাপ প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মুম্বই, দিল্লি, গুজরাত সহ একাধিক জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রবল গ্রীষ্মের দহন বাড়ছে উপকূলবর্তী রাজ্য গুলিতে। বসন্তের শুরুতেই সতর্কতা জারি করেছে আইএমডি। গতবছরইএই পরিস্থিতি তৈরি হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণেই এবার এত তাড়াতাড়ি গরমের দাপট বাড়বে বলে মনে করছেন আবহাওয়া বিদরা।

দহণে পুড়বে বাণিজ্যনগরী

দহণে পুড়বে বাণিজ্যনগরী

শীতের ঝোড়ো ব্যাটিংয়ের পর হাজির গরম। বসন্তের শুরুতেই গরম জানান দিতে শুরু করেছে গোটা দেশে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র গরম বাড়তে শুরু করে দিয়েছে। শীতে যেভাবে বাণিজ্য নগরী কেঁপেছে। গ্রীষ্মকাল ভাল করে পড়ার আগেই গরমের দাপট বাড়তে শুরু করেছে মুম্বইয়ে। আইএমডির পক্ষ থেকে আগামী কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে। মার্চ মােসই রেকর্ড গরম পড়তে শুরু করেছে মুম্বই-দিল্লিতে। তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। অন্যান্যবার মার্চের থেকে ৮ ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে মুম্বইয়ে। গতবছর মুম্বইয়ের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। এবছরও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ঠাণে, পালঘর, রায়গড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

৩৭ ডিগ্রি পার করবে দিল্লির তাপমাত্রা

৩৭ ডিগ্রি পার করবে দিল্লির তাপমাত্রা

ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই পারদ চড়তে শুরু করে দিয়েছে রাজধানী দিল্লিতে। মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৩ ডিগ্রি হয়ে গিয়েছিল রাজধানী দিল্লিতে। সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে হয়ে গিয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিত আর্দ্রতা বেড়ে হয়ে গিয়েছিল ৯৪ শতাংশ। কাজেইআন্দাজ করা যাচ্ছে মার্চ মাসের শুরুতে কতটা গরম পড়তে শুরু করেছে রাজধানী দিল্লিতে। মার্চ মাসের মাঝামাঝি পার করলেই সেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হবে রাজধানী দিল্লিতে।

গুজরাতে জারি হলুদ সতর্কতা

গুজরাতে জারি হলুদ সতর্কতা

গুজরাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আরব সাগরের উপকূল বর্তী রাজ্য গুজরাত। প্রতিবছরই এখানে গরম পড়ে। তবে এত তাড়াতাড়ি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় না। এবার এনেকটা তাড়াতাড়ি তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে গুজরােত। আইএমডির পক্ষ থেকে আগামী কয়েকদিন তাপ প্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আহমেদাবাদের তাপমাত্রা ১-২ ডিগ্রি বেড়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

রাজস্থানেও তাপপ্রবাহের সতর্কতা জারি

রাজস্থানেও তাপপ্রবাহের সতর্কতা জারি

আগামিকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপ প্রবাহ। রাজস্থানের তাপমাত্রা ইতিমধ্যেই ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। বারমেড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়ােস পৌঁছে গিয়েছে। আগামি কয়েকদিন রাজস্থানে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সার্বিক ভাবে রাজস্থানের তাপমাত্রা ৩৩ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

English summary
Summer hit raised in Mumbai, Delhi, Gujrat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X