For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখে মুখ রেখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর মরিয়া চেষ্টা স্ত্রীর, আগ্রার করুণ ছবি ভাইরাল নেট দুনিয়ায়

মুখে মুখ রেখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর মরিয়া চেষ্টা স্ত্রীর

Google Oneindia Bengali News

ফের করোনায় অসহায় রোগীর মৃত্যু দেখল দেশবাসী। কোভিড–১৯–এ আক্রান্ত স্বামীর প্রাণ বাঁচাতে মরিয়া রেণু সিংঘলের শেষ চেষ্টাও তাঁর স্বামীকে শেষ রক্ষা করতে পারল না। এমনকী স্বামীর শ্বাসকষ্ট হওয়ায় রেণু নিজে আক্রান্ত হওয়ার কথা না ভেবে স্বামীর মুখের মধ্যে মুখ ঢুকিয়ে তাঁকে শ্বাস দেওয়ার চেষ্টাও করেন। কিন্তু স্ত্রীর কোলে মাথা রেখে হাসপাতালের বাইরে অটোতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবি সিংঘল। বেদনাদায়ক এই ঘটনার সাক্ষী থাকল আগ্রা শহর।

মুখে মুখ রেখে শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর মরিয়া চেষ্টা স্ত্রীর, আগ্রার করুণ ছবি ভাইরাল নেট দুনিয়ায়


আগ্রার আবাস বিকাস সেক্টর ৭–এর বাসিন্দা রেণু সিংঘল তাঁর ৪৭ বছরের স্বামী রবি সিংঘলের শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে সরোজিনি নাইডু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। রেণু তাঁর বাড়ি থেকে অটো নিয়ে সরকারি হাসপাতালে পৌঁছান। কিন্তু অটের মধ্যেই স্বামীর অবস্থার অবনতি হওয়ায় রেণু তাঁকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন। এমনকী রেণু মুখের ভেতর মুখ ঢুকিয়ে তাঁর স্বামীকে বায়ু দেন। কিন্তু রবি মারা যান। সোশ্যাল মিডিয়ায় রেণুর এই ছবি ভাইরাল হয়ে যায়।

দেশে অধিকাংশ কোভিড রোগী মারা যাচ্ছেন হাসপাতালে অক্সিজেন ও বেডের অভাবে। দেশে অপ্রত্যাশিতভাবে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বিভিন্ন রাজ্যের একাধিক হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। যার জেরে হাসপাতালগুলি বাধ্য হচ্ছে রোগী ফিরিয়ে দিতে। উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাত, মহারাষট্র, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের হাসপাতালের চিত্র একই। সোমবার ভারতে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩.‌৫২ লক্ষ এবং মারা গিয়েছে ২,৮১২ জন। এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১,৯৫,১২৩ জন।

English summary
A woman from Agra tries to resuscitating her dying husband in covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X