আরও বাড়ল বরাদ্দ, ভারতকে 'আয়ুষ্মান' করতে স্বাস্থ্য ব্যয় এখনও যথেষ্ট নয় - বোঝা গেল বাজেটে
লোকসভার ভোটের আর ১০০ দিনও বাকি নেই। তার আগে বাজেটে স্বাস্থ্য় খাতে বরাদ্দ আরও বাড়িয়ে দরীদ্র ভারতের মন জয়ের মরিয়া চেষ্টা করল নরেন্দ্র মোদি সরকার। গত পাঁচটি বাজেটের থেকে শেষ বাজেটের চিত্রটা আলাদা হল না। ২০১৯ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে মোট ৬৩২৯৮.১২ কোটি টাকা বরাদ্দ করা হল। যা গত বছরের বাজেটের থেকে ১৫.৯ শতাংশ বেশি।

গত বছরই আয়ুষ্মান ভারত প্রকল্পে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল মোদী সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পাতিল লোকসভায় জানিয়েছেন, নভেম্বর মাসের শেষে তারমধ্যে ৭৯৮.৩৪ কোটি টাকা খরচ করতে পেরেছে সরকার। এই বছর এই বরাদ্দ আরও বাড়ানো হয়েছে। এই প্রকল্পে ১০ কোটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে বলে দাবি করা হয়েছে। দরূদ্র ভারতের মন এতে গলে কিনা সেটাই দেখার।
তবে এটা একেবারেই নতুন কিছু নয়। একেবারে প্রথম বাজেট থেকেই স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে এসেছে মোদি সরকার। গত বছরও স্বাস্থ্যখাতে বরাদ্দ ৫ল শতাংশ বাড়ানো হয়েছিল। তবে সবচেয়ে বেশি বরাদ্দ বৃদ্ধি পেয়েছিল তার আগের বছর। ২০১৬ সালের বাজেটের থেকে ২৫ শতাংশ বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল। গত বছর প্রকাশিত জাতীয় স্বাস্ত্য নীতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল ২০২৫ সালের মধ্যে স্বাস্থ্য খাতে সরকারি বাজেট দ্বিগুণ করা লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে জিডিপির ১.১৫ শতাংশ খরচ করা হয় স্বাস্থ খাতে।