For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের তুলনায় এগিয়ে ভারত, তবু করোনা মোকাবিলায় শিথিলতা চান না স্বাস্থ্য সচিব

বিশ্বের তুলনায় এগিয়ে ভারত, তবু করোনা মোকাবিলায় শিথিলতা চান না স্বাস্থ্য সচিব

  • |
Google Oneindia Bengali News

গোটা বিশ্বে যেভাবে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের প্রভাব, সে তুলনায় ভারতের অবস্থা কিছুটা ভাল হলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। জানিয়েছেন যে কোভিড ১৯ মোকাবিলায় কোনও শিথিলতা বরদাস্ত করা হবে না। বরং আরও সাবধানে পা ফেলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

অন্যান্য দেশের সঙ্গে তুলনা

অন্যান্য দেশের সঙ্গে তুলনা

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের দাবি, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাস যেভাবে লাগাতার প্রভাব বিস্তার করে চলেছে, সে তুলনায় ভারত অনেকটাই শান্ত। দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা ক্রমেই কমছে বলেও সন্তোষপ্রকাশ করেছেন ভূষণ। তা বলে অতিমারীর বিরুদ্ধে মোকাবিলায় কোনও শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

অ্যাকটিভ কেস কমেছে

অ্যাকটিভ কেস কমেছে

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সন্তোষের সঙ্গে জানিয়েছেন যে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ২০ হাজারের নিচে নেমে গিয়েছে। মহারাষ্ট্র এবং কেরল ছাড়া দেশের অন্য কোনও রাজ্যে বড় মাত্রায় কোভিড-১৯ আক্রান্তের খবর নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। তবে ওই দুই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাওয়ায় চিন্তাও প্রকাশ করেছেন রাজেশ ভূষণ।

ভারতে করোনা ভাইরাসের প্রভাব

ভারতে করোনা ভাইরাসের প্রভাব

ভারতে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। মহারাষ্ট্র, কেরলে অতিমারীর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

টিকার প্রয়োগ

টিকার প্রয়োগ

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে আগামী ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী টিকাকরণ শুরু হবে। রাজ্যগুলির সঙ্গে সমন্বয় সাধন করে মানুষকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

দিল্লি সহ ১৩টি শহরে পৌঁছালো কোভিশিল্ড! টিকাকরণের আগে যুদ্ধকালীন তৎপরতা শুরু একাধিক রাজ্য দিল্লি সহ ১৩টি শহরে পৌঁছালো কোভিশিল্ড! টিকাকরণের আগে যুদ্ধকালীন তৎপরতা শুরু একাধিক রাজ্য

English summary
Health Secretary says India could not show laxity despite witnessing decline in Covid-19 cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X