For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেড়েছে নমুনা পরীক্ষা, গোটা দেশে করোনা আক্রান্তের হার ৬.৭৩ শতাংশ, জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক

বেড়েছে নমুনা পরীক্ষা, গোটা দেশে করোনা আক্রান্তের হার ৬.৭৩ শতাংশ, জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের গণ্ডি পার করেছে। মারা গেছেন ১৯ হাজারের বেশি মানুষ। পাশাপাশি গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.১ কোটি পার করেছে। এমতাবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানাল এই মুহূর্তে গোটা দেশে করোনা পজিটিভিটির হার ৬.৭৩ শতাংশ। একইসাথে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে কেন্দ্রের একাধিক একাধিক নতুন পদক্ষেপের কথাও এদিন তুলে ধরা হয়।

বেড়েছে নমুনা পরীক্ষা, গোটা দেশে করোনা আক্রান্তের হার ৬.৭৩ শতাংশ, জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক

বর্তমানে দ্রুত আক্রান্তদের সনাক্ত করতে নমুনা পরীক্ষার সংখ্যাও অনেকটা বাড়ানো হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়। পাশাপাশি আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও তাৎক্ষনিক ভাবে চিহ্নিত করে তাদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থার উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। নমুনা পরীক্ষা বৃদ্ধির ফলে এর আগে দিল্লিতে করোনা প্রাদুর্ভাবের বাড়বাড়ন্তের উপর খানিক রেশ টানা সম্ভব হয় বলে জানানো হয় মন্ত্রকের তরফে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে এদিন আরও বলা হয় যদি দেখা যায় কোনও এলাকা বা গোষ্ঠীর মধ্যে করোনা প্রাদুর্ভাবের ঘটনা অনেক বেশি তাহলে বুঝতে হবে ওই এলাকায় টেস্টিংয়ের পরিমাণও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এদিকে রবিবারই রাশিয়াকে ছাপিয়ে করোনা আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭৮০। সুস্থ হয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ১১৪ জন। পরিসংখ্যান অনুযায়ী মোটা আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত ৬০ শতাংশ মানুষই। সুস্থ হয়ে গেছেন করোনা সংক্রমণের পড়েও।

মমতাও কি দেখেন 'শ্রীময়ী'! সিরিয়ালের হাল হকিকত নিয়ে মুখ্যমন্ত্রী কী বললেন মমতাও কি দেখেন 'শ্রীময়ী'! সিরিয়ালের হাল হকিকত নিয়ে মুখ্যমন্ত্রী কী বললেন

English summary
Sample tests increased, coronavirus infection rate rises to 6.73% across country, says health ministry,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X