For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে চওড়া হচ্ছে মাঙ্কি পক্সের আতঙ্ক, দ্বিতীয় আক্রান্তের হদিশ মিলল কেরলে

ভারতে চওড়া হচ্ছে মাঙ্কি পক্সের আতঙ্ক, দ্বিতীয় আক্রান্তের হদিশ মিলল কেরলে

Google Oneindia Bengali News

দেশে ক্রমেই চওড়া হচ্ছে মাঙ্কি পক্সের আতঙ্ক। ভারতে দ্বিতীয় মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিশ পাওয়া গেল। আক্রান্ত কেরলের কান্নুরের বাসিন্দা। আক্রান্ত যুবক সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছিলেন। বর্তমানে তিনি কেরলের একটি সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

দুবাই থেকে ফিরতেই মাঙ্কি পক্সের উপসর্গ

দুবাই থেকে ফিরতেই মাঙ্কি পক্সের উপসর্গ

কেরল থেকেই ভারতে মাঙ্কি পক্সে আক্রান্ত দ্বিতীয় রোগীর হদিশ পাওয়া গেল। ৩১ বছরের ওই যুবক ১৩ জুলাই দুবাই থেকে কেরলের কান্নুরে ফিরেছিলেন। দেশে ফেরার পরেই তাঁর শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দেয়। বর্তমানে ওই যুবক কেরলের পারিয়ারাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সপ্তাহেই কেরলের ৩৫ বছরের এক যুবক মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছিলেন। তিনিও সম্প্রতি দুবাই থেকে ফিরেছিলেন। দুবাইয়ে মাঙ্কি পক্সে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ওই ব্যক্তি।

কেরলে বাড়ানো হল নজরদারি ব্যবস্থা

কেরলে বাড়ানো হল নজরদারি ব্যবস্থা

মাঙ্কি পক্সের সংক্রমণ রোধে কেরলের পাঁচ জেলাতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিট্টা, আলাপ্পুঝা ও কোয়াট্টামে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। বিমানে মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সহযাত্রীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিরা যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়ছেন, শরীরে গুটি উঠলেই পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। চিকেন পক্সের বদলে তা মাঙ্কি পক্স হতে পারে। মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য এখনও পর্যন্ত ১২০০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

হুয়ের সতর্কতা জারি

হুয়ের সতর্কতা জারি

আফ্রিকাতে কয়েক দশক ধরে মাঙ্কি পক্সের প্রকোপ রয়েছে। সম্প্রতি ইউরোপ, আমেরিকা, কানাডার সহ বিশ্বের প্রায় ৬০টি দেশে মাঙ্কি পক্সের প্রকোপ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত বিশ্বে প্রায় ৬০ হাজারের বেশি মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কি পক্স নিয়ে সতর্ক করেছে। তবে বিশ্বে আক্রান্তের ৮০ শতাংশ ইউরোপে দেখা দিয়েছে। হু জানিয়েছে, মাঙ্কি পক্সে গোষ্ঠী সংক্রমণ দেখা যায়নি।

মাঙ্কি পক্সের উপসর্গ

মাঙ্কি পক্সের উপসর্গ

মাঙ্কি পক্সের উপসর্গের সঙ্গে গুটি বসন্তের উপসর্গ প্রায় এক। গা-হাত-পা ব্যথা। গাঁটে গাঁটে যন্ত্রণা, মাথায় ব্যথা। এছাড়াও সারা শরীরে গুটি দেখতে পাওয়া যায়। মাঙ্কি পক্সে জ্বরও আসে। বিশেষজ্ঞরা জানিয়ছেন, আক্রান্ত প্রাণীর লালা থেকে, ক্ষত স্থান থেকে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়তে পারে। এমনকী আক্রান্ত পশুর মাংস রান্না করে খেলেও মাঙ্কি পক্স ছড়ায়। হুয়ের তরফে জানানো হয়েছে, আক্রান্ত রোগীর সঙ্গে যৌন সম্পর্কের ফলেও মাঙ্কি পক্স ছড়িয়ে পড়তে পারে।

মোবাইল, ল্যাপটপ মেরামতের বদলে নতুন কেনাই বুদ্ধিমানের কাজ! কী বলছে সমীক্ষার রিপোর্ট মোবাইল, ল্যাপটপ মেরামতের বদলে নতুন কেনাই বুদ্ধিমানের কাজ! কী বলছে সমীক্ষার রিপোর্ট

English summary
Health ministry of India confirms second case of monkeypox in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X