For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে করোনা ভ্যাকসিন কবে মিলবে, ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা ভ্যাকসিন কবে মিলবে, ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

দেশের জিডিপি নেমে গিয়েছে শূন্যের নিচে। বন্ধ স্কুল, কলেজ। ক্ষতিগ্রস্ত সবকিছুই। দেশের মানুষ প্রতীক্ষায় কবে আসবে ভ্যাকসিন। ভ্যাকসিন পাওয়ার সুযোগ না পেলেও অন্তত সান্ত্বনা টুকু পাওয়া। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, এখনও পর্যন্ত ভ্যাকসিনের জন্য কোন দিন নির্দিষ্ট হয়নি। তবে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে তা রেডি হয়ে যেতে পারে, জানিয়েছেন তিনি।

ব্রিটেনে অ্যাস্ট্রাজেনিকার ট্রায়াল ফের

ব্রিটেনে অ্যাস্ট্রাজেনিকার ট্রায়াল ফের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন নিয়ে বিবৃতি এমন একটি দিনে দিলেন, তার ঠিক আগের দিন ব্রিটেনে অ্যাস্ট্রাজেনিকার ট্রায়াল ফের শুরু করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ভারতে আপাতত বন্ধ অ্যাস্ট্রাজেনিকার ট্রায়াল

ভারতে আপাতত বন্ধ অ্যাস্ট্রাজেনিকার ট্রায়াল

ব্রিটেনে শুরু হয়ে গেলেও ভারতে অ্যাস্ট্রাজেনিকার সহযোগী সংস্থা সিরাম ইনস্টিটিউটের ট্রায়াল আপাতত বন্ধ রাখা হয়েছে। নির্দেশ দেওয়ার পরই কাজ বন্ধ না করায় তাদেরকে শোকজ করেছে ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া।

 সবকটি ধাপকে গুরুত্ব দিচ্ছে সরকার

সবকটি ধাপকে গুরুত্ব দিচ্ছে সরকার

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন শুধু ট্রায়ালই নয়, পরবর্তী সবকটি ধাপকেই গুরুত্ব দিচ্ছে সরকার। এর মধ্যে রয়েছে, ভ্যাকসিনের সিকিওরিটি, মূল্য, কোল্ডচেন রিকয়্যারমেন্ট, প্রোডাকশন টাইম লাইনের মতো বিষয়ও। তিনি বলেছেন, একবার রেডি হয়ে গেলে তা যাদের আগে প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি খুবই খুশি হবেন, যদি ভ্যাকসিনের প্রথম ডোজ পান।

 ২০২১-এর প্রথম ত্রৈমাসিকে ফল

২০২১-এর প্রথম ত্রৈমাসিকে ফল

মন্ত্রী জানিয়েছেন, ভারতে বেশ কিছু ভ্যাকসিনের ট্রায়াল চলছে। কিন্তু কোনটা সব থেকে ভাল, তা বলা যাচ্ছে না। তবে ২০২১-এক প্রথম ত্রৈমাসিকে এর ফল জানা যাবে। ভ্যাকসিনের দাম কত হতে পারে, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি স্বাস্থ্যমন্ত্রী।

বাধা কাটলো অক্সফোর্ড ভ্যাকসিনের পুনরায় শুরু হচ্ছে ট্রায়াল

English summary
Health Minister says Covid-19 Vaccine may be ready by the first quarter of the next year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X