For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংকটজনক করুণানিধি! উদ্বিগ্ন কর্মী-সমর্থকদের সামলাতে লাঠি পুলিশের

চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি ডিএমকে প্রধান এম করুণানিধির অবস্থা সংকটজনক। তাঁর পালস রেট অনেকটাই নেমে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Google Oneindia Bengali News

চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি ডিএমকে প্রধান এম করুণানিধির অবস্থা সংকটজনক। তাঁর পালস রেট অনেকটাই নেমে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর সর্বশেষ স্বাস্থ্যের বুলেটিনে বলা হয়েছে, চিকিৎসায় বাধা তৈরি হয়েছে। কিন্তু বিভিন্ন অঙ্গ স্বাভাবিক ভাবেই কাজ করছে।

মেডিকেল বুলেটিন

কাবেরি হাসপাতালের তরফে জারি করা, করুণানিধির স্বাস্থ্য সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, ডিএমকে প্রসিডেন্ট এম করুণানিধির অবস্থা সংকটজনক। বিভিন্ন সাপোর্টিং সিস্টেমে রয়েছেন তিনি। তাঁর স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছেন একদল চিকিৎসক।

রবিবার রাতে হাসপাতালের বাইরে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা ডিএমকে-র কর্মী-সমর্থকদের গুজবে কান না দিতে আবেদন জানিয়েছেন। চিকিৎসায় করুণানিধি সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

হাসপাতালের বাইরে উদ্বিগ্ন সমর্থকদের ভিড়ে লাঠি

বহু সংখ্যায় ডিএমকে কর্মী-সমর্থক হাসপাতালে বাইরে হাজির থাকায় সেখানকার নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়। পুলিশ লাঠি চার্জ করে। কেননা এর আগে গুজব ছড়ায় করুণানিধির অবস্থা সংকটজনক থেকে অতি সংকটজনক হয়েছে।হাসপাতালের বাইরেও জমছে ভিড়। সবারই মুখে একটাই স্লোগান কালাইগনার দীর্ঘজীবী হোন।

এমকে স্ট্যালিনের আবেদন

করুণানিধির ছেলে এমকে স্ট্যালিন দলীয় কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন।

সফর সংক্ষিপ্ত করেছেন মুখ্যমন্ত্রী

সফর সংক্ষিপ্ত করেছেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর অনুযায়ী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী সালেম থেকে তড়িঘড়ি চেন্নাইয়ে ছুটে গিয়েছেন।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কাবেরি হাসপাতালে যাচ্ছেন।

শুক্রবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল করুণানিধিকে। মূত্রনালির সংক্রমণ এবং কর্কচাপে পরিবর্তনের দরুণ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

English summary
Health condition of DMK chief M Karunanidhi, who is admitted in Chennai's Kauvery hospital is critical
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X