For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৮ মুম্বই হামলা : আদালতে সাক্ষ্য ডেভিড হেডলির

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৮ ফেব্রুয়ারি : মুম্বইয়ের একটি আদালতে সাক্ষ্য নেওয়ার পর্ব শুরু হয়েছে ২০০৮ মুম্বই হামলার অন্যতম অপরাধী ডেভিড হেডলির। তাকে ইতিমধ্যে রাজসাক্ষী হিসাবে ঘোষণা করা হয়েছে। [জেনে নিন ২৬-১১ মুম্বই হামলায় জঙ্গি প্রশিক্ষণ হয়েছিল কোথায়]

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দি হেডলির সাক্ষ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রহণ করা হবে। এদিন বেশ কয়েক ঘণ্টা সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। পরে আরও নানা তথ্য সাক্ষ্যের মধ্য দিয়ে সামনে আসবে বলে মনে করা হচ্ছে। [ঠিক কীভাবে ২৬-১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]

২০০৮ মুম্বই হামলা : আদালতে সাক্ষ্য ডেভিড হেডলির

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রথম কোনও বাইরের দেশের জঙ্গি ভারতের আইনব্যবস্থার কাছে সাক্ষ্য দিচ্ছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে মুম্বই হামলায় অভিযুক্ত এই লস্কর জঙ্গির সাক্ষ্য দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। [মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে]

ইতিমধ্যেই হেডলিকে জেরা করে জানা গিয়েছে, এই হামলায় সরাসরি যোগ ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক সেনাবাহিনীর। লস্কর প্রধান হাফিজ সঈদের পরিচালনায় গোটা ঘটনা ঘটানো হয়েছিল বলে উঠে এসেছে। [১৯৯৩ থেকে ২০১৫ : মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]

এদিন হেডলির সাক্ষ্যের পরে আরও নতুন কোনও তথ্য উঠে এলে পাকিস্তান সরকারকে আরও কোণঠাসা করতে বিশেষ সুবিধা হবে ভারতের। সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সমস্ত অভিযোগ যেভাবে পাক সেনা ও সরকার উড়িয়ে এসেছে, তার পরে এদিন হেডলির সাক্ষ্য পাক সরকারকে আন্তর্জাতিক ক্ষেত্রে বেকায়দায় ফেলবে তাতে সন্দেহ নেই।

English summary
Headley depose through video conferencing to Mumbai court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X