For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাথায় আঘাত, শরীরে একাধিক কামড়, অবস্থা গুরুতর ১২ বছরের কিশোরীর, দেখতে গেলেন কেজরিওয়াল

মাথায় আঘাত, শরীরে একাধিক কামড়, অবস্থা গুরুতর ১২ বছরের কিশোরীর, দেখতে গেলেন কেজরিওয়াল

Google Oneindia Bengali News

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে ফের দিল্লিতে ধর্ষণ করা হল ১২ বছরের এক কিশোরীকে। ওই কিশোরীর উপর যৌন অত্যাচার চালিয়ে তাকে খুনের চেষ্টা করে অপরাধীরা। দিল্লির এইমসে এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের কারও খোঁজ পায়নি পুলিশ। পকসো আইনে মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবারই তিনি ওই কিশোরীকে দেখতে হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি কিশোরীর স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

মাথায় আঘাত, শরীরে একাধিক কামড়, অবস্থা গুরুতর ১২ বছরের কিশোরীর, দেখতে গেলেন কেজরিওয়াল


অরবিন্দ কেজরিওয়াল জানান, আক্রান্তের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, ওই কিশোরীর শারীরিক অবস্থা গুরুতর। তিনি পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেছেন, যিনি জানিয়েছেন যে তারা অপরাধীদের ধরার চেষ্টা করছে।

তিনি এও জানিয়েছেন যে আম আদমি পার্টি (‌আপ)‌ সরকার আশ্বস্ত করছে যে অপরাধীদের কড়া শাস্তি প্রদান করা হবে এবং এই মামলার জন্য সেরা আইনজীবীকে নিয়োগ করবে সরকার। কেজরিওয়াল বলেন, '‌সরকার আক্রান্তের পরিবারকে১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে।’‌

বৃহস্পতিবার দিল্লির মহিলা পুলিশ কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল এইমসে আক্রান্ত মেয়েটিক দেখতে যান এবং অপরাধীদের গ্রেফতার না করার জন্য পুলিশকে কাঠগড়ায় তোলেন। তিনি জানিয়েছেন, মেয়েটির অবস্থা গুরুতর এবং চিকিৎসকরাও নিশ্চিত নন যে মেয়েটি আদৌও বাঁচবে কিনা। মালিওয়াল বলেন, '‌মেয়েটির মাথায় বহু আঘাত রযেছে এবং কামড়ানোর দাগ গোটা শরীর জুড়ে। দেহের প্রত্যেকটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে এমন পরিমাণে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল।’‌ তিনিআরও বলেন, '‌এ ধরনের নির্মম অত্যাচারের দু’‌দিন পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ। আমি সমন পাঠিয়েছি ডিসিপিকে, আমি তদন্তের বিষয়ে কথা বলতে চাই তাঁর সঙ্গে।’‌

রাজ্যে কো-মরবিডে মৃত্যু ৮৮ শতাংশ, করোনায় মৃত্যু মাত্র ২ শতাংশ, তথ্য প্রকাশ মুখ্যমন্ত্রীররাজ্যে কো-মরবিডে মৃত্যু ৮৮ শতাংশ, করোনায় মৃত্যু মাত্র ২ শতাংশ, তথ্য প্রকাশ মুখ্যমন্ত্রীর

English summary
head injury multiple bites on the body the condition of the 12 year old girl is serious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X