For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়েকদিনের মধ্যেই সুকেশ চন্দ্রশেখর বিজেপিতে যোগ দেবেন, ‘মহা ঠগ’ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া কেজরিওয়ালের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, কয়েকদিনের মধ্যেই বিজেপিতে সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি যোগ দেবেন।

Google Oneindia Bengali News

শনিবার কনম্যান সুকেশ চন্দ্রশেখরের একটি চিঠি নিয়ে দিল্লিতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। চিঠিতে চন্দ্রশেখর বলেছেন, আমি যদি ঠগ হই, কেজরিওয়াল মহা ঠগ। এর প্রতিক্রিয়ার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, কয়েকদিনের মধ্যেই বিজেপিতে সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি যোগ দেবেন। তিনি মন্তব্য করেন, বিজেপিতে চোর, ডাকাত, অপরাধী সবাই যোগ দিতে পারেন।

কী বললেন অরবিন্দ কেজরিওয়াল

কী বললেন অরবিন্দ কেজরিওয়াল

সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেন, জেলে থাকা যে কোনও ব্যক্তি যে কারও নামে যা খুশি অভিযোগ করতে পারে। কিন্তু তার প্রমাণ দিতে পারেন না। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, এখন আমি শুনতে পাচ্ছি কয়েকদিনের মধ্যে বিজেপিতে সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি যোগ দেবেন। তিনি মন্তব্য করেন, বিজেপিতে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনও তদন্ত হয় না। শনিবার একটি সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেছেন, বিজেপির কাছ থেকে প্রস্তাব এসেছে, আপ গুজরাত নির্বাচন থেকে সরে দাঁড়ালে সত্যেন্দ্র জৈনকে ছেড়ে দেওয়া হবে।

আপের ওপর চাপ বাড়াতে বিজেপির পরিকল্পনা

আপের ওপর চাপ বাড়াতে বিজেপির পরিকল্পনা

এর আগে অরবি্ন্দ কেজরিওয়াল সুকেশ চন্দ্রশেখরের অভিযোগ সম্পর্কে বলেছিলেন, মোরবি দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতে বিজেপি সুকেশ চন্দ্রশেখরকে ব্যবহার করছে। আপের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। এর আগে মনীশ সিসোডিয়ার বাড়িতে ও ব্যাঙ্কের লকারে সিবিআইয়ের তল্লাশি, মনীশ সিসোডিয়াকে সিবিআই দফতরে ডেকে পাঠানো নিয়ে অরবিন্দ কেজরিওয়াল তীব্র অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, গুজরাত নির্বাচনে বিজেপি আপকে ভয় পেতে শুরু করেছে। তাই আপের ওপর চাপ বাড়াতে সিবিআই দিয়ে তদন্ত শুরু করেছে।

গুজরাত নির্বাচনে সমীক্ষা

গুজরাত নির্বাচনে সমীক্ষা

গুজরাত নির্বাচনের মাত্র একমাস বাকি। তার আগে একাধিক নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। প্রতিটি সমীক্ষায় দাবি করা হয়েছে, গুজরাত নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কংগ্রেসের ভোট কিছু কাটবে। অন্যদিকে, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, কংগ্রেস গুজরাত নির্বাচনে পাঁচটির বেশি আসন পাবেন না। তিনি বলেন, গুজরাতের নির্বাচনে আপ ক্ষমতায় আসবে।

সুকেশ চন্দ্রশেখরের অভিযোগ

সুকেশ চন্দ্রশেখরের অভিযোগ

আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নতুন করে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন। তিনি অভিযোগ করেছেন, ২০১৫ সাল থেকে তিনি অরবিন্দ কেজরিওয়ালকে চেনেন। নির্বাচনে আপের আসনের জন্য ২০ থেকে ৩০ জনের কাছ থেকে কেজরিওয়াল ৫০০ কোটি টাকা দাবি করেছিলেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যসভার আসনের জন্য তিনি আপকে ৫০ কোটি টাকা দিয়েছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন জেলে নিরাপত্তার জন্য ও বিশেষ সুযোগের জন্য তিনি তৎকালীন দিল্লির কারামন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ১০ কোটি টাকা দিয়েছিলেন। সুকেশ চন্দ্রশেখর বলেন আমি ঠক তবে কেজরিওয়াল মহা ঠগ।

English summary
He will join bjp, Kejriwal reaction on Chandrsekhar ‘Maha Thug’ commet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X