For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাজপেয়ী একদিন প্রধানমন্ত্রী হবে', ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন নেহরু

জওহরলাল নেহরু বাজপেয়ীকে দেখিয়ে বলেছিলেন, এই ছেলে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।

  • |
Google Oneindia Bengali News

১৯৫৭ সালে বলরামপুর কেন্দ্র থেকে জিতে লোকসভায় যান অটল বিহারী বাজপেয়ী। ৩৩ বছরের যুবক বাজপেয়ীর ভাষণ তখন নানা দিকে সাড়া ফেলে দিয়েছে। সংসদে যখন সরকারের বিরুদ্ধে ভাষণ দিলেন বাজপেয়ী তখন সকলে চমকে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তখন জওহরলাল নেহরু। তাঁর সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠেছিলেন বাজপেয়ী। কেউ কেউ বলেন, বাজপেয়ীকে নাকি রীতিমতো সমঝে চলতেন নেহরু।

বাজপেয়ী একদিন প্রধানমন্ত্রী হবে, ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন নেহরু

যদিও ব্যক্তিগত স্তরে বাজপেয়ীকে দারুণ পছন্দ করতেন নেহরু। সংসদে বাজপেয়ী যতই নেহরুকে আক্রমণ করুন না কেন, ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব পড়েনি। যার ফলে ১৯৬১ সালে বাজপেয়ীকে ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের সদস্য করেন দেন নেহরু।

[আরও পড়ুন:মাত্র ১ ভোটে হেরে পড়ে গিয়েছিল বাজপেয়ীর ১৩ মাসের সরকারের ][আরও পড়ুন:মাত্র ১ ভোটে হেরে পড়ে গিয়েছিল বাজপেয়ীর ১৩ মাসের সরকারের ]

সেইসময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাজপেয়ীর পরিচয় করিয়ে দিয়েছিলেন নেহরু। বলেছিলেন, 'উনি আমাদের বিরোধী দলের যুব নেতা। সবসময় আমার সমালোচনা করেন। তবে ওঁনার ভবিষ্যৎ উজ্জ্বল।' আর একজনকে বলেছিলেন, দেশের অন্যতম সেরা উঠতি সাংসদ বাজপেয়ী। এও বলেছিলেন, এই ছেলে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।

[আরও পড়ুন:হেমা মালিনীর একটি সিনেমা ২৫ বার দেখেছিলেন অটল বিহারী বাজপেয়ী][আরও পড়ুন:হেমা মালিনীর একটি সিনেমা ২৫ বার দেখেছিলেন অটল বিহারী বাজপেয়ী]

বাজপেয়ীও নেহরুর প্রতি সশ্রদ্ধ ছিলেন। ১৯৬৪ সাল নেহরুর প্রয়াণের পর তাঁকে সৎ মানুষ হিসাবেই বাজপেয়ী ব্যাখ্যা করেন। নেহরুর সঙ্গে যেমন সম্পর্ক ছিল ঠিক তার উল্টো সম্পর্ক ছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে। সংসদে নানা ইস্যুতে দুজনের বহুবার সংঘাত হয়েছে। জরুরি অবস্থা যখন ইন্দিরা জারি করেন তখন দেশে একনায়কতন্ত্র চালানো হচ্ছে বলেও বাজপেয়ী সরব হন।

[আরও পড়ুন: 'পাকিস্তানে নির্বাচনে দাঁড়ালেও জিতবেন' বাজপেয়ীকে বলেছিলেন নওয়াজ শরিফ ][আরও পড়ুন: 'পাকিস্তানে নির্বাচনে দাঁড়ালেও জিতবেন' বাজপেয়ীকে বলেছিলেন নওয়াজ শরিফ ]

English summary
'He will be India's future PM', Jawahar Lal Nehru once said about Atal Bihari Vajpayee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X