For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতে ছিল কংগ্রেস টিকিট, তবু যোগ দিলেন বিজেপিতে

Google Oneindia Bengali News

হাতে ছিল কংগ্রেস টিকিট, তবু যোগ দিলেন বিজেপিতে
ভোপাল, ১০ মার্চ : ২০০৯ সালেও কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। এবারও তেমনটাই কথা ছিল। কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় তাঁর নামও ছিল। তবু আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী নন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডঃ ভাগীরথ প্রসাদ। রবিবারই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিলেও ভাগীরথ প্রসাদের লোকসভা কেন্দ্র অভিন্নই থাকছে

মধ্যপ্রদেশের ভিন্ড লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে ভাগীরথ প্রসাদের নাম ঘোষণা করেছিল কংগ্রেস। ২০০৯ সালেও এই একই বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন তিনি। তাহলে এবার ঠিক কী হল? প্রশ্নের উত্তরে ভাগীরথবাবুর জবাব, কংগ্রেসে থেকে আমি বুঝতে পেরেছিলাম, আপনি যেভাবে মানুষের সেবা করতে চান তা কংগ্রেস দলে থেকে করা সম্ভব নয়। বিজেপিতে থেকেই একমাত্র সমাজকল্যাণমূলক কাজ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এবিষয়ে বিজেপির তরফে নরেন্দ্র সিং তোমার বলেন, বিজেপিতে যোগ দিলেও ভিন্ড লোকসভা কেন্দ্র থেকেই লড়বেন ভাগীরথ প্রসাদ। দলের নির্বাচন কমিটির বৈঠকের সর্বমত নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও এই ঘটনায় যথেষ্ট বিব্রত ও ক্ষুব্ধ কংগ্রেস। ভাগীরথ প্রসাদকে জোচ্চর বলতেও ছাড়েনি লালমুখো কংগ্রেস নেতারা। রাজ্য কংগ্রেস সভাপতি অরুণ যাদব জানিয়েছেন, মনে হচ্ছে বিজেপির সঙ্গে বড় কোনও অঙ্কের লেনদেন হয়েছে। ভাগীরথ প্রসাদ বিজেপির কাছ থেকে নিশ্চয়ই মোটা টাকা নিয়ে দল ছেড়েছে বলেও নির্দিষ্ট অভিযোগ তোলেন অরুণবাবু।

English summary
He got a Congress ticket, then joined BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X