For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে ভাইপোর দায় ঝেড়ে ফেলতে চাইছেন শরদ পাওয়ার

সামনেই বিধানসভা ভোট। তাই কোনও দুর্বলতা জিইয়ে রাখতে চাইছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ার। সেকারণেই ভাইপো অজিতের ইস্তফাকে তেমন আমল দিতে রাজি নন তিনি।

Google Oneindia Bengali News

সামনেই বিধানসভা ভোট। তাই কোনও দুর্বলতা জিইয়ে রাখতে চাইছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ার। সেকারণেই ভাইপো অজিতের ইস্তফাকে তেমন আমল দিতে রাজি নন তিনি। আর্থিক দুর্নীতির মামলায় শরদ পাওয়ারের সঙ্গে ইডির স্ক্যানারে ছিলেন অজিতও। ইডি এই নিয়ে তদন্ত শুরু করার পরেই তড়িঘড়ি দল থেকে ইস্তফা দেন অজিত। কেন তিনি ইস্তফা দিলেন সেটা নিয়ে শরদ পাওয়ারকে প্রশ্ন করাতে বলেছিলেন, কারণ আমার জানা নেই।

অজিতের ইস্তফায় শরদের প্রতিক্রিয়া

অজিতের ইস্তফায় শরদের প্রতিক্রিয়া

এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের নিজের ভাইপো। তারপরেই তিনি জানেন না কেন পদ থেকে ইস্তফা দিয়েছেন অজিত। কেন তিনি ইস্তফা দিলেন তার কারণ নাকি জানেন না এমনই দাবি করেছেন শরদ পাওয়ার। তিনি বলেছেনঅজিত ইস্তফা দেওয়ার আগে কারোর সঙ্গে কোনও পরামর্শ করেননি। তাই কেন অজিত ইস্তফা দিেলন সেসম্পর্কে বিন্দুমাত্র ধারনা তাঁর নেই। এখনও পর্যন্ত এই নিয়ে অজিতের সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি বলে দাবি এনসিপি সুপ্রিমোর। পরিবারের প্রধান হিসেবে আমি তাঁর ইস্তফা গ্রহণ করেছি। এমনই দাবি করেছেন শরদ পাওয়ার।

পারিবারিক দ্বন্দ্বের অভিযোগ ওড়ালেন শরদ

পারিবারিক দ্বন্দ্বের অভিযোগ ওড়ালেন শরদ

ব্যাঙ্ক দুর্নীতি কাণ্ডে শরদ পাওয়ারের সঙ্গে ভাইপো অজিতে নাম জড়ানোর পর থেকেই নাকি পরিবারের অন্দরে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছিল। এমনই খবর শোনা যাচ্ছিল। যদিও শরদ পাওয়ার দাবি করেছেন এমন কোনও কিছুই ঘটেনি। শরদ দাবি করেছেন যে কোনও সিদ্ধান্তে আমিই পরিবারের শেষ কথা। সেকারণেই অজিতের পদত্যাগ গ্রহণ করেছি। ইডির এই তদন্ত নিয়ে তিনি বিন্দু মাত্র ভিত নন বলে দাবি করেছেন। এই নিয়ে পহরিবারের অন্দরেও কোনও বিবাদ নেই।

শরদ, অজিত সহ ৭০ জনের বিরুদ্ধে দুর্নীতিক অভিযোগ

শরদ, অজিত সহ ৭০ জনের বিরুদ্ধে দুর্নীতিক অভিযোগ

মহারাষ্ট্র কো অপারেটিভ ব্যাঙ্কে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে শরদ পাওয়ার এবং তাঁর ভাইপো অজিত পাওয়ার সহ ৭০ জনের বিরুদ্ধে। ঠিক বিধানসভা ভোটের আগেই তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। তারপরেই শুরু হয়েছে এনসিপির অন্দরে দ্বন্দ্ব।

যদিও বিধানসভা ভোটের আগে দলকে কলঙ্ক মুক্ত রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন এনসিপি সুপ্রিমো। সেকারণেই ভাইপো অজিত ইস্তফা দেওয়ার পরেও তিনি উদাসীন আচরণ করেছেন। দলের ভাঙনে এমনিতেই একটু বেকায়দায় রয়েছে এনসিপি। তার উপরে অজিতের ইস্তফা যে আরও বিপাকে ফেলবে দলতে তাতে কোনও সন্দেহ নেই।

[ হাউস্টনে খুন শিখ পুলিস অফিসার, তীব্র নিন্দা বিদেশমন্ত্রীর][ হাউস্টনে খুন শিখ পুলিস অফিসার, তীব্র নিন্দা বিদেশমন্ত্রীর]

[ জঙ্গিদের পেনশন দেয় পাকিস্তান, বড় বড় লেকচার বন্ধ করুন ইমরান খান, রাষ্ট্রপুঞ্জে হুঙ্কার ভারতের][ জঙ্গিদের পেনশন দেয় পাকিস্তান, বড় বড় লেকচার বন্ধ করুন ইমরান খান, রাষ্ট্রপুঞ্জে হুঙ্কার ভারতের]

English summary
He did not discuss the resignation issue with anyone of us said Sharad Power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X