For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে কুমার সরকার, সোমবার শপথেই নিশান বেজে যাচ্ছে মোদী বিরোধী জোটের

কর্ণাটকে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে দেখা করলেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। আড়াইদিনের ইয়েদুরাপ্পা সরকার পতনের পর কর্ণাটকে নতুন সরকার গড়তে চলেছে কংগ্রেস ও জেডিএস।

Google Oneindia Bengali News

কর্ণাটকে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে দেখা করলেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। আড়াইদিনের ইয়েদুরাপ্পা সরকার পতনের পর কর্ণাটকে নতুন সরকার গড়তে চলেছে কংগ্রেস ও জেডিএস। কংগ্রেসের সমর্থনে জেডিএসের সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী শপথ নিতে চলেছেন সোমবার। এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

কর্ণাটকে কুমার সরকার, সোমবার শপথেই নিশান বেজে যাচ্ছে মোদী বিরোধী জোটের

শনিবার বারবেলাতেই স্পষ্ট হয়ে গিয়ে কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকারের পতন ঘটতে চলেছে। তারপর বিকেলে আস্থা ভোটের আগেই ইস্তফা দিয়ে দেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। তারপরই নতুন সরকার গড়ার তোড়জোড় শুরু হয়। আগেই কুমারস্বামী রাজ্যপালের কাছে কংগ্রেসের সমর্থনের সরকার গড়ার আর্জি জানিয়ে আবেদন করেছিলেন। এদিন সেই দাবি নিয়েই তিনি রাজ্যপালের কাছে যান।

[আরও পড়ুন: কর্ণাটক ফ্লোর টেস্ট লাইভ: সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কুমারস্বামী][আরও পড়ুন: কর্ণাটক ফ্লোর টেস্ট লাইভ: সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কুমারস্বামী]

কংগ্রেস জেডিএসকে সমর্থন জানানোর পরই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল কুমারস্বামী। নির্বাচনোত্তর পর্বে কংগ্রেস ও জেডিএস জোট গড়েই তাঁরা সরকার গড়তে চলেছেন বলে জানানো হয়েছিল। কংগ্রেস জানিয়েছিল, কর্ণাটকে কুমারস্বামীর নেতৃত্বেই সরকার গঠন করা হবে। তাঁদের উভয় দলের জোটের কাছে পর্যাপ্ত সংখ্যাও ছিল। উভয় দলের সংযুক্ত বিধায়ক সংখ্যা ১১৬। এবং এদিন বিএসপি ও নির্দলের সমর্থনও পেয়ে যায় কংগ্রেস-জেডিএস জোট।

সোমবার শপথ গ্রহণের পর কুমারস্বামীকেও পরীক্ষার মুখে পড়তে হবে। তাঁকে আস্থার প্রমাণ দিতে হবে। এখন পর্যাপ্ত সংখ্যা তাঁর সঙ্গে রয়েছে, সমস্যা শুধু তাঁদেরকে একত্রিত রাখা। তাহলেই কুমারস্বামীর সরকারকে ফেলার ক্ষমতা হবে না বিজেপির। বিজেপি এবার খোঁচা খাওয়া বাঘের মতো কুমারস্বামীর সরকারকে ফেলার চেষ্টা করবে বলে মত বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: শেষের শুরু বিজেপির! কর্ণাটক থেকে রাহুলের জয়যাত্রায় আনুগত্যকে 'স্যালুট' কংগ্রেসের ][আরও পড়ুন: শেষের শুরু বিজেপির! কর্ণাটক থেকে রাহুলের জয়যাত্রায় আনুগত্যকে 'স্যালুট' কংগ্রেসের ]

উল্লেখ্য, কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল ত্রিশঙ্কু হয়। বিজেপি পায় ১০৪টি আসন, কংগ্রেসের দখলে আসে ৭৮টি এবং জেডিএস পায় ৩৮টি আসন। একটি করে আসন যায় নির্দল ও বিএসপির খাতায়। অর্থাৎ কেউই নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এদিন আস্থাভোটেও একইরকম প্রতিফলন পড়ে। বিজেপির দিকে ছিল ১০৪ জন। আর ১১৮ জন ছিল বিপরীতে। সরকারের পতন যখন নিশ্চিত আগেভাগেই ইস্তফা দিয়ে মুখরক্ষা করেন ইয়েদুরাপ্পা।

English summary
HD Kumarswamy will take oath on Monday in Karnataka Assembly. Kumarswami meets with the governor after resignation of Yedurappa,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X