For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুমারস্বামীর শপথ গ্রহণ লাইভ: মুখ্যমন্ত্রী পদে শপথ কুমারস্বামীর, সাক্ষী হলেন সনিয়া-মমতা-রাহুল-মায়াবতী

আজ বিকেল ৪.৩০টায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন এইচডি কুমারস্বামী। বেঙ্গালুরুতে রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন সাজ সাজ রব।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

আজ বিকেল ৪.৩০টায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন এইচডি কুমারস্বামী। বেঙ্গালুরুতে রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন সাজ সাজ রব। শপথ গ্রহণে হাজির হতে আসছেন তাবড় তাবড় সব রাজনৈতিক ব্যক্তিত্ব। এঁদের দলে যেমন আছেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, তেমনি আছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বামনেতা সীতারাম ইয়েচুরি, লালু-র ছোট ছেলে তেজস্বী যাদবরা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে অনেকে মোদী বিরোধী জোটে শক্তি প্রদর্শনের মঞ্চ বলেও ব্যাখ্যা করছেন।

মোদী বিরোধী শক্তির জমায়েত আজ বেঙ্গালুরুতে

ইতিমধ্যে মঙ্গলবার রাতের মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে কুমারস্বামী সরকারের সদস্যদের নাম। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেসের জি পরমেশ্বর। অধ্যক্ষ হচ্ছেন কংগ্রেসের কে আর রমেশ কুমার। মন্ত্রিসভার ৩৪টি পদের মধ্যে ২২টি কংগ্রেসের ঝুলিতে গিয়েছে বলে খবর।

Newest First Oldest First
4:46 PM, 23 May

শপথ গ্রহণের পর অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন এইচডি কুমারস্বামী।
4:44 PM, 23 May

শপথ গ্রহণের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত এইচডি দেবগৌড়া।
4:43 PM, 23 May

উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেসের জি পরমেশ্বর।
4:42 PM, 23 May

রাগ ভুলে যাও!- কুমারস্বামীর হাতে ফুলের বোকে তুলে দিয়ে কি এমনই বার্তা দিলেন কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা?
4:41 PM, 23 May

অখিলেশ যাদবের সঙ্গে কুমারস্বামীর শপথগ্রহণে আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়।
4:39 PM, 23 May

মায়াবতীর সঙ্গে আলাপচারিতায় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাতও নাড়েন রাহুল।
4:37 PM, 23 May

কুমারস্বামীর শপথ গ্রহণে মায়াবতী, সনিয়া, রাহুল গান্ধী।
4:19 PM, 23 May

থেমেছে প্রাকৃতিক দুর্যোগ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠান।
3:58 PM, 23 May

'আমরা কেউ অখুশি নই, আমাদের সরকার ক্ষমতায় আসছে, আমি কখনই বলিনি যে আমি মুখ্যমন্ত্রী হতে চাই।'- প্রতিক্রিয়া কংগ্রেস বিধায়ক ডিকে শিবকুমারের।
3:52 PM, 23 May

বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টি, কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিলম্বের শঙ্কা।
3:41 PM, 23 May

কুমারস্বামীর শপথ গ্রহণের আগে গোলটেবিল বৈঠকে সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু।
1:48 PM, 23 May

কর্ণাটকে আজ পালিত হচ্ছে বিজেপি-র 'অ্যান্টি ম্যান্ডেট' কর্মসূচি, বেঙ্গালুরুতে এই কর্মসূচিতে অংশ নিলেন বিজেপি নেতা ও সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
1:45 PM, 23 May

এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে তাঁরা বেঙ্গালুরু এসেছেন এবং সেইসঙ্গে কর্ণাটকের মুখ্মন্ত্রীর পাশে থাকাটাই লক্ষ বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্য়া ও চন্দ্রবাবু নাইডু।
1:40 PM, 23 May

বেঙ্গালুরুতে পৌঁছে তুতিকোরিনের হিংসা এবং পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় টুইটে নিন্দা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
1:38 PM, 23 May

বেঙ্গালুরুতে পৌঁছেই গতরাতে কুমারস্বামী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন হবু মুখ্যমন্ত্রীর।
12:39 PM, 23 May

গতরাতে বৈঠক সেরে বেরনোর পথে কংগ্রেস বিধায়ক কে সি বেনুগোপাল, তিনি জানান ৩৪ জনের ক্যাবিনেটে ২২জন মন্ত্রী পাবে কংগ্রেস, ১২ জন মন্ত্রী জেডিএস-এর।
12:24 PM, 23 May

জেডিএস প্রধান কুমারস্বামীর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে ঘিরে বেঙ্গালুরুর বিভিন্ন স্থানে শুরু হয়েছে এমনই সেলিব্রেশন।
12:22 PM, 23 May

সকাল থেকে কুমারস্বামীর বাড়ির সামনে এমনই ছবি দেখা গিয়েছে, বলতে গেলে যেন উৎসবের চেহারা নিয়েছে বেঙ্গালুরুতে।
12:02 PM, 23 May

'সরকার গড়লে জনগণের সেবার যা যা প্রতিশ্রুতি দিয়েছি তাকে নিশ্চিত করব, কৃষকদের উন্নতি আমার প্রাথমিক লক্ষ', মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে বললেন কুমারস্বামী।

English summary
HD Kumarswamy's sworn in ceremony as Karnataka Chief Minister live updates in Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X