For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক ফ্লোর টেস্ট লাইভ: ১১৭জন বিধায়ক ভোট দিলেন কুমারস্বামীর পক্ষে

সম্প্রতি ভারতীয় রাজনীতি এক নয়া উত্তেজনার সঞ্চার করেছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। যার জেরে এখন আরও বেশি এককাট্টা হওয়ার সুযোগ পেয়েছে মোদী বিরোধী শক্তিগুলি।

Google Oneindia Bengali News

সম্প্রতি ভারতীয় রাজনীতি এক নয়া উত্তেজনার সঞ্চার করেছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। যার জেরে এখন আরও বেশি এককাট্টা হওয়ার সুযোগ পেয়েছে মোদী বিরোধী শক্তিগুলি। সামনে লোকসভা নির্বাচন। তার আগে এই মোদী বিরোধী শক্তি যে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করবে তার বার্তা ২৩ মে কুমারস্বামীর শপথগ্রহণ মঞ্চ থেকে দেওয়া হয়েছে। এই মঞ্চে যেমন ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী তেমনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মায়াবতী, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, শারদ পাওয়াররা।

আজ অগ্নিপরীক্ষায় কুমারস্বামীর সরকার

কর্ণাটকে কুমারস্বামীর সরকারকে ভিত্তি করে যে বিরোধীশক্তি নতুন করে প্রাণ সঞ্চার করেছে তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এমনকী বিজেপি-র অমিত শাহ এই সরকারের স্থায়ীত্ব নিয়েও সংশয় প্রকাশ করেছেন। এমনকী আড়াই দিনের জন্য মুখ্যমন্ত্রী হওয়া ইয়েদুরাপ্পার মতে এখনও খেলা শেষ হয়নি। তাহলে কী কুমারস্বামীর আস্থা ভোটে পর্যাপ্ত বিধায়কের সমর্থন নিয়ে সংশয় আছে? এই নিয়ে ইয়েদুরাপ্পা অবশ্য কোনও খোলসা করেননি। সন্দেহ নেই উত্তেজনায় ভরা কর্ণাটকের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে তা আজ চূড়ান্ত হয়ে যাবে। আর সেই কারণে আজ কুমারস্বামীর আস্থাভোটের দিকে নজর থাকছে সকলের।

Newest First Oldest First
4:12 PM, 25 May

বিধানসভা থেকে বেরিয়ে বনধের ঘোষণা বিজেপি-র, কৃষিঋণ মুকুব না করা হলে ২৮ তারিখে বনধ, জানালেন বিজেপি-র আর অশোকা।
4:09 PM, 25 May

২৮ তারিখে বিজেপি-র বনধ ডাকের তীব্র সমালোচনায় কংগ্রেস, 'এভাবে ব্ল্য়াকমেল করে জোট সরকারকে বিপাকে ফেলা যাবে না', বললেন ডিকে শিবকুমার।
4:09 PM, 25 May

কর্ণাটক বিধানসভায় ১১৭ জন বিধায়কক কুমারস্বামীর পক্ষে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে।
4:07 PM, 25 May

কর্ণাটকে আস্থা ভোট হওয়ার আগেই বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির
2:39 PM, 25 May

বিধানসভায় আস্থা ভোটের প্রক্রিয়া শুরু, বক্তব্য রাখছেন কুমারস্বামী।
1:48 PM, 25 May

স্পিকার পদে নির্বাচিত কংগ্রেসের রমেশকুমারকে অভিনন্দন জানাচ্ছেন ইয়েদুরাপ্পা।
1:47 PM, 25 May

'আমরা স্পিকার পদে বিজেপি প্রার্থী প্রত্যাহার করছি। আমাদের মতে স্পিকার পদের নির্বাচন সর্বসম্মত হওয়া উচিত, না হলে স্পিকার পদের অমর্যাদা হবে', বিধানসৌধে বললেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
12:47 PM, 25 May

কর্ণাটক বিধানসভায় শুরু অধিবেশন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আস্থা ভোট।
12:46 PM, 25 May

বিধানসৌধে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ডিকে শিবকুমার, আনন্দ সিং-রা।
12:31 PM, 25 May

বিধানসৌধে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক, উপস্থিত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
12:30 PM, 25 May

হোটেল থেকে বিধান সৌধের পথে কংগ্রেসের বিধায়করা, এদিন আস্থা ভোট ছাড়াও কর্ণাটকের বিধানসভার অধ্যক্ষ নির্বাচন রয়েছে।
12:28 PM, 25 May

'টেনশনের কিছুই নেই, আমি পরিস্কার জয় দেখতে পাচ্ছি।' বিধান সৌধে প্রবেশের আগে প্রতিক্রিয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর।
8:40 AM, 25 May

কর্ণাটকের রাজনীতিতে বেশকিছু দিন ধরে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা আজ শেষ হয়ে যাবে বলেই আশাবাদী কুমারস্বামী, আস্থাভোটে তিনি পর্যাপ্ত বিধায়কের সমর্থন প্রমাণ করতে পারবেন বলেই মনে করছেন কুমারস্বামী।

English summary
HD Kumarswamy's Floor Test Live Updates in Bengali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X