For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে কুমারস্বামীর আস্থা ভোটের আসরে বিজেপি ছুঁড়ল পাল্টা রাজনৈতিক চ্যালেঞ্জ

২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নাটকীয়তা পেরিয়ে শেষমেশ কর্ণাটক পেয়েছে মুখ্যমন্ত্রী। আর আজ জেডিএস কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী কুমারস্বামী বিধানসভায় জিতলেন আস্থাভোট।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নাটকীয়তা পেরিয়ে শেষমেশ কর্ণাটক পেয়েছে মুখ্যমন্ত্রী। আর আজ জেডিএস কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী কুমারস্বামী বিধানসভায় জিতলেন আস্থাভোট। ১১৭ জন বিধায়ক তাঁর সমর্থনে ভোট দেন। ফলে সহজেই কুমারস্বামী সরকার পেরিয়ে যায় ম্যাজিক ফিগার। এদিকে, পাল্টা চালে নতুন সরকারকে চাপে ফেলতে উদ্যোগী হতে দেখা গেল বিজেপিকে।

কর্ণাটকে কুমারস্বামীর আস্থা ভোটের আসরে বিজেপি ছুঁড়ল পাল্টা রাজনৈতিক চ্যালেঞ্জ

এদিন, সভা শুরু হতেই বিজেপির তরফে ইয়েদুরাপ্পা ক্রমাগত আক্রমণ শানাতে থাকেন জেডিএস ও কংগ্রেসের দিকে। তাঁর দাবি ছিল, জেডিএস-র তরফে কুমারস্বামী ও দেবেগৌড়া একদিন শেষ করে দেবেন কংগ্রেসকে। কংগ্রেস এ জেডিএস-র সঙ্গে এদিন উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখাযায় বিজেপির বিধায়কদের এরই মধ্যে কৃষক ইস্যুতে সরব হয়ে ওঠে বিজেপি। বিজেপি-র তরফে পাল্টা দাবি করা হয়, যদি কৃষিঋণ মুকুব না করে কুমারস্বামী সরকার , তাহলে ২৮ তারিখ কর্ণাটক জুড়ে বনধ্ পালন করবে বিজেপি। আগামী ১৮ মে বনধের ডাক দিয়েই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

এদিকে, কংগ্রেসের দাবি এভাবে 'ব্ল্যাকমেল রাজনীতি' করে পার পাবে না পদ্মশিবির। কুমারস্বামী আস্থাভোট জিতে যাওয়ার পর,কংগ্রেসের বিধায়ক ডিকে শিবকুমার বলেন, ২৮ তারিখ বনধ ডেকে বিজেপি চাইছে জনগণের টাকা বরবাদ হোক। যদি কোনও রকমের আইনি বিপর্যয় সেদিন তৈরি হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে বিজেপি। এভাবে কোনও সরকাকে কোনও বিষয়ে জোর করা যায় না বা ব্ল্যাকমেল করা যায় না। এছাড়াও শিবকুমার জানান, কংগ্রেস-জেডিএস সরকার বিজেপি-র ইচ্ছেমত কাজ করবে না।

[আরও পড়ুন:দেশের কোন অংশে বিজেপি সবচেয়ে দুর্বল, কী বলছে সিএসডিএস-লোকনীতি সমীক্ষা ][আরও পড়ুন:দেশের কোন অংশে বিজেপি সবচেয়ে দুর্বল, কী বলছে সিএসডিএস-লোকনীতি সমীক্ষা ]

English summary
HD Kumaraswamy Wins Vote of Confidence bu BJP started paying Bandh Politics in Karnataka .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X