For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে বিশাল আয়কর হানা! 'এটাই মোদীর সার্জিক্যাল স্ট্রাইক', বললেন ক্ষিপ্ত কুমারস্বামী

কর্ণাটকে এদিন সকাল থেকেই কংগ্রেস ও জেডিএস নেতাদের বাড়িতে আয়কর হানা শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে এদিন সকাল থেকেই কংগ্রেস ও জেডিএস নেতাদের বাড়িতে আয়কর হানা শুরু হয়েছে। কর্ণাটকের মন্ত্রী সিএস পুট্টারাজুর বাড়িতেও হানা দিয়েছে আয়কর। তাঁর বাড়ি থেকেই মূলত আয়করের হানা শুরু হয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তবে কতগুলি জায়গায় আয়কর হানা চলেছে তা নিয়ে আয়কর দফতর মুখ খোলেনি।

পুট্টারাজু বলেছেন, মাণ্ডিয়া জেলায় তাঁর বাড়িতে আয়কর হানা দিয়েছে। একই ধরনের তল্লাশি অভিযান চলেছে মাইসোর ও হাসান জেলাতেও। শুধু মন্ত্রীরাই নন, ১৭ জন কন্ট্রাক্টর ও ৭ অফিসারের বাড়িতেও আয়কর হানা হয়েছে।

জেডিএস নেতা ও কর্ণাটকের মন্ত্রিসভার সদস্য সিএস পুট্টারাজুর মাণ্ডিয়ার বাড়িতেও তল্লাশি চলেছে। সেখানকার চিনাকুরালি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চলেছে বলে মন্ত্রী জানিয়েছেন।

এই প্রসঙ্গে জেডিএসের মধু বঙ্গারাপ্পা বলেছেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন, এমন কিছু হতে পারে। বিজেপি রাজনৈতিক খেলা খেলছে। আয়কর হানা খুব সাধারণ বিষয়। তবে যে সময়ে হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন:আজই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ লক্ষ্মণ শেঠের! লড়তে পারেন তমলুক থেকে][আরও পড়ুন:আজই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ লক্ষ্মণ শেঠের! লড়তে পারেন তমলুক থেকে]

এই ঘটনার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগেন। আয়কর হানা করে আসল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন মোদী। এই বলে তোপ দাগেন কুমারস্বামী। এই প্রতিহিংসায় আয়কর অফিসার বালকৃষ্ণ মোদীকে সাহায্য করছেন বলেও তোপ দাগেন তিনি।

English summary
HD Kumaraswamy slams PM Modi on IT raid at Karnataka minister's home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X