For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম রহিমের পর এবার বিপাকে রাধে মা, কী নির্দেশ দিল হাইকোর্ট

রাধে মা-র বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট, আদালতের নির্দেশ অমান্য করায় শো-কজ কপুরথলার এসএসপি-কে ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

এবার বিপাকে আরও এক স্বঘোষিত ধর্মগুরুমা রাধে মা। তাঁর বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ২০১৫ সালে অভিযোগ দায়ের হওয়ার পরও কেন রাধে মা-র বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না, তা নিয়ে কপুরথলার এসএসপিকে ভর্ৎসনা করলেন বিচারপতি। কেন এসএসপি-র বিরুদ্ধে অবমাননার মামলা হবে না সেই জবাবও চেয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে রাধে মা-র বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দিয়েছে আদালত।

[আরও পড়ুন:রাম রহিম ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে রাধে মা][আরও পড়ুন:রাম রহিম ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে রাধে মা]

রাম রহিমের পর এবার বিপাকে রাধে মা, কী নির্দেশ দিল হাইকোর্ট

২০১৫ সালে রাধে মার বিরুদ্ধে হুমকি ও হেনস্থার অভিযোগ দায়ের করেন পঞ্জাবের ফগওয়াড়ার বাসিন্দা সুরিন্দর মিত্তল। কিন্তু তাঁর অভিযোগের পরও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন সুরিন্দর মিত্তল। সেসময়ে পঞ্চাব ও হরিয়ানা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি কপুরথলা এসএসপিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। কিন্ত আদালতের নির্দেশ সত্ত্বেও কপুরথলার পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করেছেন সুরিন্দর মিত্তলের আইনজীবী কৃষন সিং দাদওয়াল।

রাম রহিমের পর এবার বিপাকে রাধে মা, কী নির্দেশ দিল হাইকোর্ট

মঙ্গলবার এই মামলার শুনানিতে পুলিশকে ভর্ৎসনা করেন বিচাপতি। আদালতের নির্দেশ অমান্য় করার জন্য এসএসপিকে শো-কজও করা হয়েছে। সেইসঙ্গে সুখবিন্দর কৌর ওরফে রাধে মা-র বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দিয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি।

English summary
Punjab and Haryana Highcourt orders to file FIR against self styled godwoman Radhe Maa, also issue show cause notice to Kapurthala SSP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X