For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আব্রাহামের লিঙ্গ নির্ধারণ মামলা থেকে শাহরুখ ও গৌরি খানকে অব্যাহতি দিল বম্বে হাইকোর্ট

Google Oneindia Bengali News

আব্রাহামের লিঙ্গ নির্ধারণ মামলা থেকে শাহরুখ ও গৌরি খানকে অব্যাহতি দিল বম্বে হাইকোর্ট
মুম্বই, ২০ জুন : ম্যাজিস্ট্রেট আদালতের রায়ই বজায় রাখল বম্বে হাই কোর্টও। শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরি খানের তৃতীয় সন্তান আব্রাহামের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের যে অভিযোগ তুল তথ্য প্রদানের আবেদন করা হয়েছিল তা খারিজ করল বম্বে আদালত।

সমাজকর্মী বর্যা দেশপান্ড যে পিটিশন দায়ের করেছিলেন তা এদিন বিচারপতি রেবতি মোহিতে-ধেরের বেঞ্চ খারিজ করে দেয়। ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দাখিল করেছিলেন বর্যা। পিটিশনে তিনি জানিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরি খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। তাঁর অভিযোগ ছিল, ধারণ মা-র সহায়তায় নিজের তৃতীয় সন্তান আব্রাহামের জন্মের আগেই শিশুর লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করিয়েছিলেন গৌরী খান।

এমসিজিএমের তদন্তে খান দম্পতির উপর ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে

একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, খান দম্পতি নিজেদের তৃতীয় সন্তানের লিঙ্গ নির্ধরাণ করতে চাইছেন। আর ওই খবরের ভিত্তিতেই বর্ষা দেশপান্ডে পিটিশনই দায়ের করেন আদালতে। তাঁর দাবি ছিল, এই পরীক্ষা সক্রান্ত তথ্য যদি থেকে থাকে তাহলে তা দেখাতে হবে।

বর্ষার আইনজীবী উদয় ওয়ারুনজিকর জানিয়েছেন, এই মামলাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই তথ্যগুলি অত্যন্ত জরুরী। সেই কারণেই তাঁর মক্কেল ওই তথ্যগুলি চেয়ে ম্যাজিস্ট্রেট আদালতের কাছে পিটিশন দায়ের করেছিল। গত বছর সেই আবেদন খারিজ করে ম্যাজিস্ট্রেট আদালত। তার পরে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন বর্ষা।

শাহরুখ খানের আইনজীবী প্রণব বাধেকা আদালতকে জানিয়েছেন, এরকম কোনও লিঙ্গনির্ধারণ পরীক্ষাই আব্রাহামের ক্ষেত্রে করানি খান দম্পতি। একই সঙ্গেও শাহরুখের পক্ষে সওয়াল করে বাধেকা বলেন, সমাজসেবী হলেও বর্ষা দেশপাণ্ডের কোনও অধিকারই নেই এই ধরনের কোনও তথ্য বা নথি তাঁর মক্কেলের কাছ থেকে চাওয়ার।

এমসিজিএমের তরফে জানানো হয়েছে, এবিষয়ে একটি তদন্ত কমিটি গড়ে তদন্ত করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে খান দম্পত্তির উপর লাগানো অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এদিন ম্যাজিস্ট্রেট আদালতের রায়কেই সমর্থন করে বম্বে হাই কোর্ট। যদিও বর্ষা দেশপান্ডের মামলার কার্যপক্রিয়া ম্যাজিস্ট্রেট আদালতে চলবে বলে জানিয়ে দিয়েছে বম্বে হাই কোর্ট।

English summary
HC relief for Shah Rukh Khan, wife Gauri in AbRam’s sex determination case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X