For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতি ইরানি ও তাঁর মেয়ের অপবাদমূলক পোস্ট সরাতে হবে, কংগ্রেস নেতাদের নির্দেশ হাইকোর্টের

সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতি ইরানি ও তাঁর মেয়ের অপবাদমূলক পোস্ট সরাতে হবে, কংগ্রেস নেতাদের নির্দেশ হাইকোর্টের

Google Oneindia Bengali News

কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খোরা ও নেট্টা ডিসুজার বিরুদ্ধে স্মৃতি ইরানি মানহানির মামলা দায়ের করেন। মানহানির মামলায় দিল্লি হাইকোর্ট কংগ্রেস নেতাদের সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতি ইরানি ও তাঁর ১৮ বছরের মেয়ের বিরুদ্ধে অপবাদমূলক মন্তব্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দিল্লি হাইকোর্ট মানহানির মামলায় ২ কোটি টাকা দাবি করেছেন।

দিল্লি হাইকোর্টের বক্তব্য

দিল্লি হাইকোর্টের বক্তব্য

দিল্লি হাইকোর্টের বিচারপতি মিনি পুষ্কর্ণ জানিয়েছেন, প্রকৃত ঘটনা যাচাই না করেই কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর মেয়ের বিরুদ্ধে অপবাদমূলক প্রচার চালান কংগ্রেসের নেতারা। তাঁরা সাংবাদিক সম্মেলন করেন এই বিষয়ে। এরপরে কংগ্রেস নেতারা এই বিষয়ে টুইট করেন। টুইট ও রিটুইটের জেরে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘটনার জেরে স্মৃতি ইরানি ও তাঁর ১৮ বছরের মানহানি হয়। ইউটিউব, ফেসবুক, ট্যুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি।

স্মৃতি ইরানিকে মিথ্যা প্রমান করতে মরিয়া কংগ্রেস

স্মৃতি ইরানিকে মিথ্যা প্রমান করতে মরিয়া কংগ্রেস

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে লেখেন, 'দিল্লি হাইকোর্ট আমাদের স্মৃতি ইরানির দায়ের করা মামলার অনুষ্ঠানিক জবাব দেওয়ার জন্য নোটিশ জারি করেছে। আমরা আদালতের সামনে সঠিক সময়ে প্রকৃত সত্য উপস্থাপন করব। স্মৃতির ইরানির দায়ের করা মামলাকে আমরা চ্যালেঞ্জ করব। তাঁকে আমরা মিথ্যা প্রমাণিত করব।'

স্মৃতি ইরানির মেয়ের বিরুদ্ধে অভিযোগ

স্মৃতি ইরানির মেয়ের বিরুদ্ধে অভিযোগ

গত শনিবার কংগ্রেসের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে অভিযোগ করা হয়, সিলি সোলস গোয়া নামের বার বেআইনিভাবে চালানো হচ্ছে। ওই রেস্তোরাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার একটি প্রতিলিপি সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন কংগ্রেসের নেতারা। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র পবন খোরা জানান, স্মৃতি ইরানির পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। স্মৃতি ইরানির মেয়ে গোয়ায় জাল লাইসেন্স নিয়ে একটি অবৈধ বার চালান। পাশাপাশি তিনি জানান, স্মৃতি ইরানির মেয়ের বার ও রেস্তোরাঁটি লাইসেন্স যার নামে রয়েছে, তিনি ২০২১ সালের মে মাসে মারা গিয়েছেন। কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পদত্যাগ দাবি করেন।

কংগ্রেসের অভিযোগ অস্বীকার স্মৃতি ইরানির

কংগ্রেসের অভিযোগ অস্বীকার স্মৃতি ইরানির

কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছেন স্মৃতি ইরানি। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ের মাত্র ১৮ বছর বয়স। তাঁর মেয়ে একটি কলেজের প্রথমবর্ষে পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, গোয়ার ওই রেস্তোরাঁতে তাঁর মেয়ে ইন্টার্নশিপের জন্য গিয়েছিলেন। তাঁর মেয়ে রন্ধন শিল্প নিয়ে পড়াশোনা করছেন বলে জানিয়েছেন। স্মৃতি ইরানি অভিযোগ করেছেন, সতিনি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই কারণেই তাঁর মেয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে।

অধীরের রাষ্ট্রপত্নী মন্তব্যে উত্তাল সংসদ, এ সপ্তাহের মতো মুলতুবি উভয় কক্ষের অধিবেশন অধীরের রাষ্ট্রপত্নী মন্তব্যে উত্তাল সংসদ, এ সপ্তাহের মতো মুলতুবি উভয় কক্ষের অধিবেশন

English summary
HC ordered to congress leaders to remove slanderous post from social media on Smriti Irani defamation case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X