For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজ্যবাসী নয়, রাহুল গান্ধীর আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি', কংগ্রেসকে ফের বিপদে ফেললেন কুমারস্বামী

জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে সরকারে আসতে চাননি তা আগেই বলেছেন। কংগ্রেসের সঙ্গে জোট করেছেন একরকম বিজেপিকে আটকাবেন বলেই।

  • |
Google Oneindia Bengali News

জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে সরকারে আসতে চাননি তা আগেই বলেছেন। কংগ্রেসের সঙ্গে জোট করেছেন একরকম বিজেপিকে আটকাবেন বলেই। বলা যায় জোর করে যে জোট হয়েছে তা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এই কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছিল তাঁর। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন তিনি।

রাজ্যবাসী নয়, রাহুল গান্ধীর আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি, কংগ্রেসকে ফের বিপদে ফেললেন কুমারস্বামী

জেডিএস নেতা তথা মুখ্যমন্ত্রী বলেছেন, মানুষের আশীর্বাদ ছাড়া, রাহুল গান্ধীর আশীর্বাদে আমরা ক্ষমতায় রয়েছি। আমি কোনও ইস্যুতে কংগ্রেসকে বোঝাতে পারি। তবে সিদ্ধান্ত নিতে পারি না। কংগ্রেস চাইলে তবেই অনুমোদন করতে পারি।

ভোটের আগে ক্ষমতায় ফিরলে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন কুমারস্বামী। তবে যেহেতু একার ক্ষমতায় সরকারে নেই, কংগ্রেসের সাহায্য নিতে হয়েছে, সেহেতু ঋণ মকুবে সময় চেয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

কর্ণাটকে সদ্যসমাপ্ত ভোটে জেডিএস সবচেয়ে কম আসন পেয়েছে। ৩৭টি আসন পেয়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন কুমারস্বামী। কংগ্রেস ৭৮টি আসন পেয়েও বিজেপিকে ঠেকাতে জেডিএসকে সমর্থন করেছে। অন্যদিকে বিজেপি সবচেয়ে বেশি ১০৪টি আসন পেয়েও ক্ষমতায় আসতে পারেনি।

কুমারস্বামী এর আগে কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছেন। সময় চেয়ে নিয়েছেন তিনি। তবে এমন ধরনের মন্তব্যে জোট যে ভঙ্গুর হবে তা বলাই বাহুল্য। এখন দেখার যে কর্ণাটকে কং-জেডিএস জোট কতদিন থাকে।

English summary
Karnataka Chief Minister HD Kumaraswamy once again created a row when he said that he came to power with blessings of Rahul Gandhi and not with that of the people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X