For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলসঙ্কট মেটাতে হলে তিনটি বউ থাকা জরুরি : সরকারি আধিকারিক

Google Oneindia Bengali News

ভোপাল, ১০ জুন : বুন্দেলখণ্ড এলাকার তিকমগড় জেলার এসডিএম (সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) জলের সমস্যা মেটাতে বহুবিবাহের বিধান দিলেন।

জাতারার এসডিএম বি কে পাণ্ডে লিধোরা গ্রামের একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, "একজন স্ত্রী থাকবে সন্তানের জন্ম দেওয়ার জন্য, অন্য দুই স্ত্রী থাকবে দূর থেকে গিয়ে জল তুলে আনার জন্য।"

জলসঙ্কট মেটাতে হলে তিনটি বউ থাকা জরুরি : সরকারি আধিকারিক

নিজের এই উদ্ভট মন্তব্যের ব্যাখ্যা দিয়ে পাণ্ডেবাবু বলেন, কিছুদিন আগে আমি বাইওয়াড় গ্রামের জাতারা ব্লকে গিয়েছিলাম, তখন দেখেছিলাম রাত ২ টোর সময় এক মহিলা জল তুলছেন।

তাঁর কথায়, জলের সঙ্কট একটা বড় সমস্যা এখানে। "যাঁরা করিৎকর্মা তাদের তিনটি বউ থাকা উচিত, যদি তারা জল খেতে চায়। তবে যাঁরা করিৎকর্মা নয় তিনটি বউ তাদের সাধ্যের বাইরে।"

মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের তিকমগড়, ছাতারপুর, পান্না, দামোহ এবং সাগর এলাকায় বছরের পর বছর জলের ঘাটতির সমস্যা রয়েছে। গ্রীষ্মকালে এই সঙ্কট আরও তীব্র হয়ে যায়।

জলসঙ্কট মেটাতে পাণ্ডেবাবুর বিধান শোনার পর তাঁর কাছে জানতে চাওয়া হয়, বুন্দেলখণ্ডে কী মহিলার সংখ্যা যথেষ্ট? তাতে অবশ্য এসডিএম-এ উত্তর এটা সত্যি যে বুন্দেলখণ্ডে মহিলার সংখ্যার হার কম। কিন্তু এর জন্য তিনি দায়ী করেন পড়শী জেলা ঝাঁসিকে।

বুন্দেলখণ্ডের এই পাঁচ জেলায় কেউ মেয়ের বিয়ে দিতে চায় না জলের সমস্যার জন্য। কারণ সবাই জানেন, বিয়ে দিলে তাঁর মেয়েকে দীর্ঘ পথ হেঁটে গিয়ে জল তুলে তা বয়ে আনতে হবে। বহুবার কলপারে মহিলাদের মৃতদেহ পাওয়া গিয়েছে যা এই জলসঙ্কটের সমস্যাকে আরও স্পষ্ট করে দেয়।

English summary
Have 3 wives to deal with water crisis: Official
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X