For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাথরাস কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিতার মায়ের, ডিএম-এসপির নারকো টেস্ট করানো দাবি

হাথরাস কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিতার মায়ের, ডিএম-এসপির নারকো টেস্ট করানো দাবি

Google Oneindia Bengali News

হাথরাস কাণ্ড নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেেছন নির্যাতিতার মা। তিনি অভিযোগ করেছেন হাসপাতালে তাঁর মেের মৃত্যুর পর কিছুতেই পুলিস তাঁদের হাতে দেহ দিতে চায়নি। পুলিসের হাতে পায়ে ধরতেই মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি তাঁদের। কখনওই এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেননি তাঁরা। মিথ্যে কথা বলছেন জেলাশাসক ও পুলিস সুপার। তাঁদের নারকো টেস্ট করানোর দাবি জানিয়েছেন নির্যাতিতার মা।

নির্যাতিতার মায়ের চাঞ্চল্যকর অভিযোগ

নির্যাতিতার মায়ের চাঞ্চল্যকর অভিযোগ

হাথরাস কাণ্ডে নির্যাতিতার মা অভিযোগ করেছেন হাসপাতালে মেয়ের মৃত্যুর পর তাঁদের দেখতে পর্যন্ত দেয়নি পুলিস। হাতে পায়ে ধরে ভিক্ষে চেয়েছিলেন তাঁরা। কিন্তু শেষবারের জন্যও দেখতে দেওয়া হয়নি নির্যাতিতার দেহ। এতটাই নিষ্ঠুর আচরণ করেছে যোগীর পুলিস। অভিযোগ জোর করে তাঁদের বাড়িেত আটকে রেখে পুরিয়ে দেওয়া হয়েছিল দলিত কিশোরীর দেহ।

 ডিএম-এসপির নারকো টেস্ট করানোর দাবি

ডিএম-এসপির নারকো টেস্ট করানোর দাবি

হাথরাস কাণ্ডে নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত দাবি করেছে বলে জানিয়েছিলেন জেলা শাসক ও পুলিস সুপার। কিন্তু তার উল্টো দাবি করলেন পরিবার। নির্যািততার মা দাবি করেছেন কোনও দিনই তাঁরা সিবিআই তদন্তের কথা বলেননি। মিথ্যে কথা বলছেন জেলা শাসক ও পুলিস সুপার। তাঁদের নারকো টেস্ট করানোর দাবি জানিয়েছেন নির্যাতিতার মা।

নির্যাতিতার পরিবারকে হুমকি

নির্যাতিতার পরিবারকে হুমকি

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল চাঞ্চল্যকর একটি ভিডিও। তাতে দেখা গিয়েছিল জেলা শাসক হাথরাসের নির্যাতিতার বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। তিনি বলছেন সাংবাদিকরা চলে যাবেন, কিন্তু তাঁদের থাকতে হবে এখানেই। বেশি প্রকাশ্যে কথা বললে সরকারি টাকা নাও পেতে পারেন তাঁরা।

সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত

সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়েছেন সিটের তদন্তকারী আধিকারিকরা। তাই সুপ্রিম কোর্টেরর নজরদারিতে সিট তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। কখনওই সিবিআই তদন্তের কথা বলেননি। তাঁদের নিয়ে ভুল প্রচার চালানো হচ্ছে।

English summary
Hathras victimes mother demand NARCO test of DM and SP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X