For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৭১ সাল থেকে ভারতকে ঘৃণা করতে শুরু করি : ডেভিড হেডলি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২৫ মার্চ : পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক তথা ২০০৮ মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড হেডলি ফের মার্কিন মুলুকের জেলে বসে হামলার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। এর আগে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সে।

ডেভিড হেডলি সাক্ষ্যতে যা বলেছে আদালতকে

এবারও নয়া তথ্য জিজ্ঞাসাবাদের সময় তুলে ধরল এই লস্কর-ই-তৈবার সদস্য জঙ্গি। জানাল কেন ভারতে জঙ্গি হামলা চালাতে লস্করের দলে নাম লিখিয়েছিল সে। হেডলি জানিয়েছে, ভারত ও ভারতীয়দের সম্পর্কে বিদ্বেষ তার বহুদিন আগে থেকে ছিল।

১৯৭১ সাল থেকে ভারতকে ঘৃণা করতে শুরু করি : ডেভিড হেডলি

হেডলির কথায়, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর ভারতীয় বোমারু বিমান পাকিস্তানে তার স্কুলে বোমা ফেলে স্কুল উড়িয়ে দেয়। সেই ঘটনায় স্কুল বাড়ি ধসে যায় ও অনেকে মারা যায়। তার পর থেকেই ভারত ও ভারতীয়দের সম্পর্কে বিদ্বেষ জন্ম নেয় তার মনে।

মুম্বই হামলা নিয়ে হেডলির বিস্ফোরক সাক্ষ্য

প্রসঙ্গত সেই সময়ে পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশকে পাকিস্তানের অত্যাচারের হাত থেকে মুক্ত করতে ভারত সাহায্য করেছিল। সেই সময়ে হেডলির বয়স ছিল মাত্র দশ। পাকিস্তানের উপরে হামলা দেখেই পরে লস্করের ভাবনায় শরিক হয় হেডলি। নিজেই আদালতকে সেকথা জানিয়েছে এই যড়যন্ত্রী।

English summary
Hated India, Indians since 1971: David Headley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X