তিস্তা জলবণ্টন নিয়ে ফের মুখোমুখি হতে চলেছেন হাসিনা - মমতা
আগামিকাল অর্থাৎ শুক্রবার ইডেনে পিঙ্ক টেস্ট দেখতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেনে একসঙ্গে শেখ হাসিনার সঙ্গে খেলা দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু পিঙ্ক টেল্ট ম্যাচের অন্তরালে চলবে আরও এক রাজনৈতিক সমীকরণ। কাল তিন দফায় হাসিনার সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে তিস্তা জলবণ্টন চুক্তি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি যে ইডেনে খেলা দেখতে আসছেন সেটা নিয়ে টেলিফোনে হাসিনা তাঁর সঙ্গে কথা বলেছে। তিন দফার কূটনৈতিক বৈঠকের মধ্যে তাজবেঙ্গলের বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
কারণ এই বৈঠকে প্রাধান্য পেতে চলেছে তিস্তা জলবণ্টন চুক্তি। গত কয়েকবার এই নিয়ে আলোচনা হলেএ বারবার মমতার জন্য আটকেছে চুক্তি চূড়ান্ত হওয়া। তিস্তার জল দিলে উত্তর বঙ্গে চাষের ক্ষতি হতে পারে এমন আশঙ্কার কথা আগে বেশ কয়েকবার জানিয়েছিলেন মমতা। বাংলাদেশ চাষের স্বার্থেই দীর্ঘদিন ধরে তিস্তর জল চেয়ে আসছে। কিন্তু কোনও না কোনও কারণে সেই চুক্তি কিছুতেই চূড়ান্ত হচ্ছে না।
কয়েকদিন আগে শেখ হাসিনা যখন দিল্লিতে গিয়েছিলেন তখনও মমতার সঙ্গে টেলিফোনে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়েই কথা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়ে হাসিনাকে তিস্তার জল দেওয়ার কথা জানালেও সেটা এখনও কার্যকর হয়নি। যার নেপথ্যে নাকি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
তাই আগামিকালের বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তিটিই আলোচনার সিংহভাগ জুড়ে থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেতে চলেছে। সেটা এনআরসি। অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই হিমন্ত বিশ্বশর্মা হুমকি দিয়েছিলেন বেআইনি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হবে। যদিও মোদী আশ্বাস দিয়েছিলেন সেরকম কোনও পরিকল্পনা ভারত সরকারের নেই।