For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলায় জেলায় হেলিপ্যাড, প্রথম রাজ্য হিসাবে এই পরিকল্পনা করছে হরিয়ানা

Array

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বিমানবন্দর রয়েছে। অন্যতম বাগডোগরা। বিমানবন্দর রয়েছে অন্ডালেও। আরও বেশ কয়েকটি জেলায় রয়েছে বিমানবন্দর। হরিয়ানা সরকার পরিকল্পনা করেছে যে তারা প্রত্যেক জেলায় হেলিপ্যাড বানাবে। তারা বলছেন কোনও জরুরি পরিস্থিতি এলে তা সামলাতে এই হেলিপ্যাড কাজে লাগবে। এর জন্য হেলিকপ্টার সংস্থাকে দায়িত্ব নেওয়ার জন্য খবর দেওয়া হয়েছে।

সরকার কী বলছে?

সরকার কী বলছে?

ডেপুটি চিফ মিনিস্টার দুস্মন্ত চৌতালা বলেছেন যে, হরিয়ানা সরকার ঠিক করেছে যে প্রত্যেক জেলায় আমরা একটি করে হেলিপ্যাড বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এই হেলিকপ্টার গুলিতে ল্যান্ডিং করার জন্য সু-ব্যবস্থা থাকবে। তিনি বলেছেন যে, "এই বিষয়ে আমরা সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। এর জন্য কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই বিষয়গুলি নিয়ে কাজ করার জন্য অনেক অফিসারকে সেখানে হাজির রাখা হয়েছিল।"

কী বলছেন উপমুখ্যমন্ত্রী?

কী বলছেন উপমুখ্যমন্ত্রী?


উপমুখ্যমন্ত্রী বলেছেন যে, সিভিল এভিয়েশন মিনিস্টারদের একটি কনফারেন্স করা হয়েছিল এই হেলিপ্যাড তৈরির জন্য। তাঁদের সঙ্গে এই বিষয়ে বিষদে আলোচনা করা হয়। হরিয়ানা সরকার হবে প্রথম সরকার যারা এমন প্রত্যেক জেলায় হেলিপ্যাড করার কথা ভাবছে বিশেষ ক্ষেত্রে ব্যাবহারের জন্য। চৌতালা বলেছেন, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে আমরা সব সময়েই কাজ করতে চাই। সেই ভাবনা থেকে এই প্রকল্পের কথা ভেবেছি আমরা।

এর জন্য গৃহ মন্ত্রক এবং পুলিশের ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলা হয়েছে পরিকাঠামো তৈরির জন্য। আর এর ফলে হরিয়ানা হতে চলেছে প্রথম রাজ্য যারা হেলিপ্যাড তৈরি করতে চলেছে প্রত্যেক জেলায়।

 রাজ্য পুলিশ কী বলছে?

রাজ্য পুলিশ কী বলছে?

রাজ্যের পুলিশও এই নিয়ে কাজ করছে। কীভাবে সেফ ল্যান্ডিং করানো যাবে তা নিয়ে কাজ করছে পুলিশ।উড়ান প্রকল্পের মধ্যে এটা করা হচ্ছে। আরও সাত রাজ্যের সঙ্গে যাতে এই হেলিপ্যাডগুলিতে থেকে কাজ করা যায় তাঁর জন্য রুট কী হবে তা নিয়েও কাজ করা হচ্ছে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে এইও কাজ হয়ে যাবে।

খোলা হবে ইন্সটিটিউট

খোলা হবে ইন্সটিটিউট

একটি ইন্সটিটিউট খোলা হবে এয়ারপোর্ট সিকিউরিটি ট্রেনিং দেওয়ার জন্য। সেগুলি করা হবে হিসার, সিরসা এবং পিঞ্জোরে। হরিয়ানা সরকার বলছে যে, যদি এই প্ল্যান সাফল্য পায় তাহলে রাজ্যের মানুষের এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার ব্যবস্থা খুব সহজেই হয়ে যাবে।


হেলিকপ্টারের সবচেয়ে বড় সুবিধা হলো হেলিকপ্টার একেবারে খাড়া ভাবে উড়তে এবং নামতে পারে, এ জন্য এর কোন রানওয়ে প্রয়োজন হয় না; হেলিকপ্টারের পাখাই একে ওড়ার জন্য প্রয়োজনীয় উর্দ্ধচাপ সরবরাহ করে।

English summary
helipad will make in every district of Haryana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X