For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার গয়না গিলে নিল পথচলতি ষাঁড়! গোবরের অপেক্ষায় পরিবার

  • |
Google Oneindia Bengali News

এ কোনও বাড়িতে 'বাঁধা গরু' .. থুরি.. 'ষাঁড়' নয়! রীতিমতো রাস্তা চলতি ষাঁড়। আর তারই পেটে ঢুকে গিয়েছে আস্ত সোনার গয়না! শুনে যদি অবাক হন এই টুকুতেই, তাহলে জাানিয়ে রাখা ভাল এরপরের ঘটনাটি। ষাঁড়ের পেট থেকে কবে সোনার গয়না বের হবে তার অপেক্ষায় আপাতত গয়নার মালকিন। আর তার জেরেই চলছে গোবরের অপেক্ষা!

 ধনতেরসের আগে ষাঁড়ের পেটে সোনা

ধনতেরসের আগে ষাঁড়ের পেটে সোনা

সামনেই ধনতেরস । সেদিন সোনা কেনবার রীতি প্রচলিত দেশের বিভিন্ন অংশে। তবে হরিয়ানার সিরসার জনক রাজের পরিবার ধনতেরসে সোনা কেনবার জন্য নয়, বরং ষাঁড়ের পেট থেকে সোনা কবে বের হবে তার অপেক্ষায় বসে রয়েছে। হরিয়ানার সিরসার এই ঘটনা কিভাবে শুরু হয়েছে একবার নজর দেওয়া যাক সেদিকে।

 কী করে ঘটে যায় এন কাণ্ড

কী করে ঘটে যায় এন কাণ্ড

ব্য়বসায়ী জনক রাজের বাড়িতে যেখানে তরকারি কেটে কুটনো ফেলা হয়, সেই জায়গাতেই ভুল করে পড়ে গিয়েছিল জনক রাজের সোনার পুত্রবধূর সোনার গয়না। পরের দিন সকালে পরিবারের কোনও এক সদস্য নিজের অজান্তেই ওই পাত্র থেকে কুটনো ছুঁড়ে দেন পথ চলতি ওই ষাঁড়ের উদ্দেশে। এরপরই ষাঁড় গিলে নেয় সোনার গয়না।

সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার তথ্য

সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার তথ্য

ঘটনা এখানেই শেষ নয়। ষাঁড়ই যে গয়না গিলেছে তার প্রমাণ পরিবারটি পায়, বাড়ির গেটে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে। এরপর ষাঁড়কে ধরে নিয়ে বাড়িতে রেখে দেয় জনকের পরিবার। ষাঁড়কে বাগে না পেয়ে ডাকা হয় ভেটেনারি চিকিৎসককে। এরপর গুড়, খড় খেতে দিয়ে অপেক্ষা চলছে ষাঁড়ের গোবরের জন্য। য়াতে ধনতেরসের আগে অন্তত ষাঁড়ের পেট থেকে সোনা লাভ হয়!

English summary
Haryana stray bull swallows gold jwellery, now family waits for dung .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X