For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নেপালিদের মতো দেখতে', হরিয়ানার দুই বোনের পাসপোর্টের আবেদন খারিজ!

Google Oneindia Bengali News

তাঁদের নাকি নেপালিদের মতো দেখতে। এই কারণে পাসপোর্ট ইস্যু করা হল না হরিয়িনার দুই বোনকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল চণ্ডীগড়ের পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। পরে মন্ত্রীর হস্তক্ষেপে পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া চালু করে পাসপোর্ট অফিস।

অভিযোকারীর বক্তব্য

অভিযোকারীর বক্তব্য

অভিযোকারী বোনদের একজন এই বিষয়ে বলেন, 'আমরা যখন চণ্ডিগড়ের পাসপোর্ট অফিসে গেলাম তখন সেখানকার আধিকারিকরা আমাদের মুখের দিকে তাকিয়ে বলেন যে আমরা না কি নেপালি। তারা আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে বলেন। আমরা এরপর মন্ত্রী অনিল বীজের সরণাপন্ন হই। এরপর মন্ত্রীর হস্তক্ষেপে আমাদের পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া চালু করেন আধিকারিকরা।'

আম্বালার ডেপুটি কমিশনারের বক্তব্য

এই বিষয়ে আম্বালার ডেপুটি কমিশনার অশোক ধর্মা বলেন, 'ভগত বাহাদুর তাঁর দুই মেয়ে শন্তোষ ও হেনাকে নিয়ে গিয়েছিলেন চণ্ডিগড় পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে। সেখানে আধিকারিকরা সন্দেহ প্রকাশ করে তাদের পাসপোর্টের আবেদন খারিজ করে দিয়ে নথিতে লিখে দেন, আবেদনকারীরা হয়ত নেপালী।'

'কড়া পদক্ষেপ নেওয়া হবে'

'কড়া পদক্ষেপ নেওয়া হবে'

তিনি এই বিষয়ে আরও বলেন, 'আমার নজরে বিষয়টি আসতেই আমি পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ করি। তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেই। তারপরেই চণ্ডিগড়ের পাসপোর্ট অফিস থেকে সেই দুই বোনকে আবার ডেকে পাঠানো হয়। এরপর তাঁদের পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া শুরু করা হয়।' পাশাপাশি তিনি জানান, কর্তব্যে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

English summary
haryana sisters denied passport after official claimed they look like nepali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X