For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির পাশ থেকে সরে দাঁড়াল জেজেপি, হরিয়ানায় বিপাকে পড়বে না তো জোট সরকার

বিজেপির পাশ থেকে সরে দাঁড়াল জেজেপি, হরিয়ানায় বিপাকে পড়বে না তো জোট সরকার

  • |
Google Oneindia Bengali News

শিরোমণি অকালি দলের পাশাপাশি জেজেপিও দিল্লির ভোটে বিজেপির সঙ্গে লড়বে না। অকালি দল নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে, আর জেজেপি বিজেপির সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। দুষ্যন্ত চৌতালার এই সিদ্ধান্ত হরিয়ানা সরকারে কোনও প্রভাব পড়ে কি না তা-ই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে জাতীয় রাজনীতিতে।

দিল্লির ভোটে বিজেপির সঙ্গে জোট নয়

দিল্লির ভোটে বিজেপির সঙ্গে জোট নয়

হরিয়ানায় বিজেপির জোটসঙ্গী তথা উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা দিল্লির ভোটে বিজেপির সঙ্গে জোট করে লড়াই করবেন না বলেছেন শুধু। কিন্তু কোনও কারণ ব্যাখ্যা করেননি। এই ঘটনা বিজেপির কাছে বিড়ম্বনার। শুধু দিল্লির জন্যই নয়, হরিয়ানার জন্য বিশেষ করে চিন্তার। জেজেপির অন্দরে বিজেপির সমর্থন নিয়ে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। তারপর দু্ষ্যন্ত চৌতালার এই সিদ্ধান্ত বিপাকে ফেলবে বিজেপিকে।

হরিানায় বিজেপিকে সমর্থনে ক্ষোভ জেজেপির অন্দরে

হরিানায় বিজেপিকে সমর্থনে ক্ষোভ জেজেপির অন্দরে

এর আগে হরিয়ানায় জেজেপির বিধায়কদের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার জন্য দুষ্যন্ত চৌতালার সমালোচনা করেন। তাঁরা বিদ্রোহ ঘোষণার পক্ষপাতীও ছিলেন। কিন্তু দুষ্যন্ত চৌতালা সেই বিদ্রোহের আবহকে প্রশমিত করতে সমর্থন হন। তবে বিজেপিকে সমর্থনের ক্ষোভ একেবারে মুছে যায়নি। এই অবস্থায় দুষ্যন্ত চৌতালার মুখ ফিরিয়ে নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড হারিয়ে হরিয়ানা সম্বল

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড হারিয়ে হরিয়ানা সম্বল

সম্প্রতি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের কাছে হার মানতে হয়েছে বিজেপিকে। হরিয়ানাতেও বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি। তবে জেজেপির সমর্থনে বিজেপিই সরকার গড়ে হরিয়ানায়। এখন জেজেপি যদি বেঁকে বসে ফের সমীকরণ বদলে যেতে পারে। হরিয়ানাও হাতছাড়া হতে পারে বিজেপির।

হরিয়ানায় অঙ্কের বিচারে বিজেপি সেফ জোনে

হরিয়ানায় অঙ্কের বিচারে বিজেপি সেফ জোনে

তবে অঙ্কের বিচারে বিজেপি অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় আছে বলে এত সহজে সরকার ফেলার ভাবনা আসবে না। কারণ জেজেপি জোট ছেড়ে বেরিয়ে এলেও কংগ্রেস সরকার গড়তে পারবে না। সেক্ষেত্রে জেজেপির পাশাপাশি নির্দল ও অন্যান্যদেরও সমর্থন প্রয়োজন হবে কংগ্রেসের।

English summary
Haryana’s BJP government can face some problem due to JJP left BJP’s ally in Delhi. Dushyanta Choutala decides to run alone in Delhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X