For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা থেকে ইস্তফা বিধায়ক অভয় সিং চৌতালার! হরিয়ানায় পারদ চড়াল কৃষক আন্দোলনের ঝড়

বিধানসভা থেকে ইস্তফা বিধায়ক অভয় সিং চৌতালার! হরিয়ানায় পারদ চড়াল কৃষক আন্দোলনের ঝড়

  • |
Google Oneindia Bengali News

যদি কৃষি আইন তুলে না নেওয়া হয়, তাহলে তিনি ইস্তফা দেবেন। এমনটা আগেই জানিয়েছিলেন আইএনএলডি বিধায়ক অভয় সিং। আজ তিনি হরিয়ানা বিধানসভা থেকে কৃষি আইনের প্রতিবাদে ইস্তফা দিলেন। যা নিঃসন্দেহ বিজেপির কাছে একটি বড় ধাক্কা। প্রসঙ্গত, তাঁর পার্টি থেকে একমাত্র বিধায়ক ছিলেন চৌতালা।

বিধানসভা থেকে ইস্তফা বিধায়ক অভয় সিং চৌতালার! হরিয়ানায় পারদ চড়াল কৃষক আন্দোলনের ঝড়

প্রসঙ্গত, কৃষক বিক্ষোভ ইস্যুতে বহুদিন ধরেই হরিয়ানাতে তাপ উত্তাপ চলেছে। এদিকে, এই ইস্যুতে বহু আেগেই বিজেপির হাত ছেড়েচে পুরনো শরিক শিরোমনি আকালি দল। এদিকে বিজেপির পুরনো বন্ধু আইএনএলডিএ অমিত শাহদের ওপর ক্ষোভ জাহির করেছে এই ইস্যুতে। এমন পরিস্থিতিতে ২৬ জানুয়ারি দিল্লির বুকে কৃষকদে বিক্ষোভের পর এদিন হরিয়ানা বিধানসভা থেকে ইস্তফার ঘোষণা করেন অভয় সিং চৌতালা।

প্রসঙ্গত এর আগে পাঞ্জাবের থেকে একটি ট্র্যাক্টর ব়্যালি নিয়ে বের হতে দেখা যায় আইএনএলডি বিধায়ক অভয় সিং চৌতালাকে। বহুদিন ধরেই তিনি জানান দিয়েছেন যে তিনি কৃষকদের সঙ্গে রয়েছেন। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমন্তে কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভরত রয়েছেন কৃষকরা।

English summary
Big jolt to BJP in Haryana, INLD MLA Abhay Singh Chautala Resigns over farm laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X