For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীর থেকে এবার মেয়ে আনা যাবে' বিজেপি মুখ্যমন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়, দেখুন ভিডিও

কাশ্মীরি মহিলাদের কথা তুলে বিতর্ক জড়িয়ে পড়লেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরি মহিলাদের কথা তুলে বিতর্ক জড়িয়ে পড়লেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ৩৭০ ধারা অববুপ্তির পর সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরি কন্যাদের উদ্দেশ্য করে করা মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ বলছে এবার বিয়ের জন্য কাশ্মীর থেকেও কন্যা আনা যাবে।

বিজেপি বিধায়কের পর এবার মুখ্যমন্ত্রী! কাশ্মীরি কন্যাদের নিয়ে মন্তব্যে দেশজুড়ে তোলপাড়, দেখুন ভিডিও

হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় হরিয়ানা কন্যা ভ্রুণ হত্যার জন্য কুখ্যাত হয়ে উঠেছিল। কিন্তু তাদের প্রচারের ফলে সেখানকার পুরুষ ও মহিলার আনুপাতিক সংখ্যার পরিবর্তন হয়েছে। আগে যেখানে ১০০০ পুরুষ পিছু ৮৫০ জন মহিলা ছিল, এখন সেটা বেড়ে ৯৩৩ হয়েছে। এটা যে বড় পরিবর্তন, তা অনেকেই স্বীকার করেন, দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

এপ্রসঙ্গে তিনি বলেন ওপি ধানকর একটা সময় বলতেন, বিহার থেকে কন্যা আনতে হবে হরিয়ানায় বিয়ের জন্য। এখন মানুষ বলছে, কাশ্মীরের দরজাও খুলে গিয়েছে। সেখান থেকেও কন্যা পাওয়া যেতে পারে। মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। হরিয়ানায় বেটি বাঁচাও, বেটি পড়াও-এর সফলতা নিয়ে মন্তব্য করতে গিয়ে এইসব কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এই প্রকল্পে হরিয়ানায় পুরুষ ও মহিলার অনুপাতের উন্নতি হয়েছে। ফেতাহাবাদে মহর্ষী ভগীরথ সমারোহর অনুষ্ঠানে গিয়েছেন তিনি।

এর আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক। সংবিধানের ৩৭০ ধারার শক্তি খর্ব করার পরে উত্তরপ্রদেশের মুজফফরনগরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে বিজেপি বিধায়ক বিক্রম সাইনি বলেন, সরকারের নতুন সিদ্ধান্তের ফলে বিজেপি কর্মীরা সেখানে যেতে পারবেন। জমি কিনতে পারবেন এবং বিয়েও করতে পারবেন।

তিনি বলেছিলেন, আগে সেখানে মহিলাদের ওপর অত্যাচার করা হত। যদি কোনও কাশ্মীরি মহিলা বাইরের প্রদেশের কাউকে বিয়ে করতেন, তাহলে তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হত। ভারতে এবং কাশ্মীরে ভিন্ন ধরনের নাগরিকত্ব ছিল বলে উল্লেখ করেছিলেন ওই নেতা। দলের মুসলিম কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, এবার তাঁরা উৎসব পালন করুন। এবার তাঁরা কাশ্মীরিকে বিয়ে করতে পারবেন। তবে সবাইকেই উৎসব পালন করতে আহ্বান জানিয়েছিলেন তিনি। সে তিনি হিন্দুই হোন আর মুসলিম।

English summary
Haryana CM ML Khattar stokes a controversy while making a reference to Kashmiri women in Social Media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X