For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ হরিয়ানা বিধানসভা নির্বাচন : কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য় জেনে নিন একনজরে

২০১৯ লোকসভা নির্বাচনের পর বিজেপির জমি মজবুত রয়েছে কি না, তার খানিকটা আভাস দিতে পারে হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০১৯। ২১ অক্টোবর এই রাজ্যে বহু প্রতিক্ষীত বিধানসবা নির্বাচন।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনের পর বিজেপির জমি মজবুত রয়েছে কি না, তার খানিকটা আভাস দিতে পারে হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০১৯। ২১ অক্টোবর এই রাজ্যে বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। গেরুয়া শিবিরের অন্যতম শক্ত ঘাঁটি এই মুহূর্তে হরিয়ানা। আর সেই গড়ে ফের একবার কংগ্রেসের 'হাত' এর থাবা বসে কি না , তা নিয়ে রয়েছে জল্পনা। তার আগে দেখে নেওয়া যাক, হরিয়ানার রাজনৈতিক মানচিত্র ঘিরে কিছু তথ্য।

আঞ্চলিক শক্তি ও হরিয়ানা নির্বাচন

আঞ্চলিক শক্তি ও হরিয়ানা নির্বাচন

হরিয়ানা নির্বাচনে আঞ্চলিক শক্তি হিসাবে উঠে আসতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল। বহু আসনে এরা লড়াই করলেও, 'হরিয়ানভি' সত্ত্বা নিয়ে এবারের নির্বাচনে এরা ফ্যাক্টর হয় কি না , তা নিয়ে রয়েছে জল্পনা।

বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্র

বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্র

হরিয়ানা নির্বাচনে সবচেয়ে বৃহত্তম কেন্দ্র নারনুল। আর সবচেয়ে ছোট কেন্দ্রটি বাদশাহপুর। জনসংখ্যার বিচারে এমনই তথ্য উঠে এসেছে ।

রাজনৈতিক মানচিত্র

রাজনৈতিক মানচিত্র

পরিসংখ্যান বলছে, বিজেপি এই রাজ্যের ৯০ টি আসনের নির্বাচনে ৭০ গ্রামই গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে ভোট যুদ্ধে। ভোটে বিজেপির প্রার্থী সংখ্যা ৯০ জন, বিএসপি ৮৭ জন, সিপিআই ৪ জন, সিপিএম ৭ জন। কংগ্রেস ৯০ জন। এনসিপি ১ জন, আইএনএলডি ৮১ টি জন প্রার্থী করেছে দল।

আসন্ন বিধানসভা নির্বাচনে শিবসেনা-বিজেপি ঠাণ্ডা লড়াইয়ের আঁচ এবার কনকাওলিতেওআসন্ন বিধানসভা নির্বাচনে শিবসেনা-বিজেপি ঠাণ্ডা লড়াইয়ের আঁচ এবার কনকাওলিতেও

English summary
Haryana Assembly Election 2019: facts checks on political data and information.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X