করোনা মোকাবিলায় যথেষ্ট সফল ভারত, লকডাউন ৭০ হাজারের বেশি মৃত্যু এড়িয়েছে, সংসদে দাবি হর্ষ বর্ধনের
করোনা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সফল ভারত। সংসদে দাঁড়িয়ে মোদী সরকারের সাফল্যে খতিয়ান পেশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি দাবি করেছেন মোদী সরকারের লকডাউনের সিদ্ধান্তের কারণে ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু আটকানো সম্ভব হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকারের লকডাউনের সিদ্ধান্ত নিয়েই একের পর এক আক্রমণ শানিেয়ছিল কংগ্রেস।

মোদী সাফল্য
করোনা নিয়ন্ত্রণে সফল মোদী সরকার। সংসদে দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি দাবি করেছেন করোনা পরিস্থিতি সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে মোদী সরকার। লকডাউনের সিদ্ধান্তের কারণে ১৪ থেকে ১৯ লক্ষ করোনা ভাইরাসের সংক্রমণ এড়ানো গিয়েছে। একই সঙ্গে ৩৭ থেকে ৭৮ হাজারের বেশি মৃত্যু এড়ানো গিয়েছে।

স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন
করোনা পরিস্থিতিিতর মধ্যেও ক্রমাগত স্বাস্থ্। পরিষেবার উন্নয়ন ঘটিয়েছে মোদী সরকার। পিপিই থেকে শুরু করে মাস্ক। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। রোগীদের চিকিৎসা পরিষেবার জন্য পর্যাপ্ত আইসিইউ বেড সব সরকারি হাসপাতালে বাড়ানো হয়েছে।

কয়েকটি রাজ্যেই সংক্রমণ বেশি
গোটা দেেশ করোনা সংক্রমণে হলেও কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ এবং মৃত্যু সবচেয়ে বেশি বলে দাবি করেছেন হর্ষ বর্ধন। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তর প্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলঙ্গানা, ওড়িশা, অসম, কেরল এবং গুজরাত। এই সব রাজ্যে ১ লক্ষ করে করোনা সংক্রমণ হয়েছে।

অনুপস্থিত রাহুল
লোকসভার বাদল অধিবেশন শুরুর প্রথম দিনেই সংসদে গড় হাজির রাহুল গান্ধী। তিনি বিদেশে গিয়েছেন। যার জেরে করোনা নিয়ে তেমন জোড়াল আক্রমণ শানাতে পারেনি বিরোধীরা। এদিকে অধিবেশন শুরুর আগে পর্যন্ত একের পর এক টুইটে মোদী সরকারকে করোনা নিয়ে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী।

ক্রমবর্ধমান বেকরত্ব ক্রমেই চিন্তা বাড়াচ্ছে সরকারের! আদৌও কি কাটবে মন্দার মেঘ?