বলিউড মাদক কাণ্ডে ভারতী সিংয়ের পর এবার এনসিবির হাতে গ্রেফতার স্বামী হর্ষ লিম্বোচিয়া
বলিউড মাদক কাণ্ডে এবার কড়াভাবে পদক্ষেপ নিতে শুরু করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বলিউডের এ–তালিকাভুক্ত তারকাদের পাশাপাশি টেলিভিশন জগতের অভিনেতা–অভিনেত্রীদের নামও এবার জড়াত শুরু করেছে এই মামলার সঙ্গে। শনিবার জনপ্রিয় হাস্য কৌতুক অভিনেত্রী ভারতী সিংকে গ্রেফতারের পর রবিবার তাঁর স্বামী হর্ষ লিম্বোচিয়াকে গ্রফতার করেছে এনসিবি। প্রসঙ্গত ভারতী সিংয়ের মুম্বইয়ের অন্ধেরির বাড়ি থেকে উদ্ধার হয়েছে গাঁজা।

ধৃত ভারতী সিংয়ের স্বামী
সাম্প্রতিক এই তদন্তের অগ্রগতি নিয়ে নিশ্চিত করেছেন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এনসিবি বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ভারতী সিংয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বাড়ি ও অফিসে হানা দেয় এবং উভয় জায়গা থেকেই ৮৬.৫ গ্রাম ক্যানাবিস উদ্ধার করে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত এই বলিউড মাদক কাণ্ডের তদন্ত শুরু করেছে এনসিবি। তদন্তকাকী সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে যে মাদক আইনের অন্তর্গত এনসিবি ভারতী সিংয়ের বাড়ি থেকেযে পরিমাণ মাদক উদ্ধার করেছে তা অনেক কম বাণিজ্যিক পরিমাণের তুলনায়।

ভারতী ও তাঁর স্বামী উভয়ই মাদক সেবন করতেন
প্রেস বিবৃতিতে এনসিবি বলেছে, ‘ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বোচিয়া দু'জনেই স্বীকার করেছেন যে তাঁরা মাদক সেবন করেন। ভারতী সিংকে নার্কোটিক ড্রাগ এবং এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়েছে।' এখানে এও বলা হয়েছিল যে হর্ষের এপর তাদের নজর রয়েছে। এরপরই রবিবার সকালেই এনসিবি তাঁকেও এই মামলায় গ্রেফতার করে।

২১ বছরের মাদক পাচারকারী গ্রেফতার
শনিবার এনসিবি ২১ বছর বয়সী মাদক পাচারকারীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় এলসিডি, যা বাণিজ্যিক পরিমাণ হিসাবে ছিল। এছাড়াও গাঁজা এবং নিট্রাজিপ্যাম (সাইক্রোটপিক ওষুধ) উদ্ধার হয় খার দান্ডা এলাকা থেকে। এনসিবি এর আগেও বহু বিশিষ্ট অভিনেতা-প্রযোজকদের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছে।

জনপ্রিয় কৌতুকাভনেত্রী
ভারতী সিং জনপ্রিয় কৌতুকাভিনেত্রী বলে পরিচিত টেলিভিশনে, বহু রিয়ালিটি শোয়ের সঞ্চালক ও কমেডি শোতে কাজ করেছেন তিনি। ওর আগে বলিউডের অবিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। অর্জুন রামপালের শ্যালক ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছে এনসিবির হাতে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাহুলের বিয়ের প্রস্তাবে সাড়া দিলেন টেলি অভিনেত্রী দিশা