For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছেলে-মেয়ের অবাধ মেলামেশাতেই ধর্ষণ! মুখ্যমন্ত্রীর মন্তব্যে সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড়

ধর্ষণের দায়ভার ফের মেয়েদের ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেন, ৯০ শতাংশ ধর্ষণের ঘটনার জন্য মেয়েরাই দায়ী হয়। তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে।

Google Oneindia Bengali News

ধর্ষণের দায়ভার ফের মেয়েদের ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেন, ৯০ শতাংশ ধর্ষণের ঘটনার জন্য মেয়েরাই দায়ী হয়। তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে তিনি মহিলাদের সম্মান ক্ষুন্ন করেছেন বলে অভিযোগ উঠে পড়ে ফের।

৯০ শতাংশ ক্ষেত্রে ধর্ষণে দায়ী মেয়েরাই

বৃহস্পতিবার এক জনসভায় হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, এই যে এত ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে, তার ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে মেয়েরাই দায়ী। প্রায় প্রতি ক্ষেত্রে চেনা পরিচিতরা এই ধরনের ঘটনায় যুক্ত। মেয়েরা ছেলের সঙ্গে পরিচয় হওয়ার তার সঙ্গে যেমন-তেমনভাবে ঘুরে বেড়ায় বলেই এ ধরনের ঘটনা ঘটে।

হরিয়ানার মুখ্যমন্ত্রীর ধর্ষণ-মন্তব্য

হরিয়ানার মুখ্যমন্ত্রীর ধর্ষণ-মন্তব্য

হরিয়ানার মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, বয়ফ্রেন্ডদের সঙ্গে দীর্ঘদিন ঘোরাফেরার পর কোনও তুচ্ছ কারণ নিয়ে বনিবনা না হলেই ধর্ষণের অভিযোগ করে বসে মেয়েরা। এমনকী ছেলেটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর পর্যন্ত দায়ের করে। তাঁর এই মন্তব্য নিয়েই ঝড় বইতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন;সোমবার থেকে কমতে চলেছে মেট্রোর সংখ্যা! জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন;সোমবার থেকে কমতে চলেছে মেট্রোর সংখ্যা! জেনে নিন বিস্তারিত]

মুখ্যমন্ত্রীর গায়ে মহিলা বিরোধী তকমা

মুখ্যমন্ত্রীর গায়ে মহিলা বিরোধী তকমা

ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর তোপ দেগেছে কংগ্রেসও। কংগ্রেস জানিয়েছে, এটা হল খট্টর সরকারের মহিলা বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়াল টুইট করে মনোহরলাল খট্টরের গায়ে ‘মহিলা বিরোধী' তকমা সেঁটে দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর ক্ষমা চাওয়া উচিত।

[আরও পড়ুন; প্রকাশ করলেন পাচন-হেঁয়ালি! দলের কর্মীদের যা নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল ][আরও পড়ুন; প্রকাশ করলেন পাচন-হেঁয়ালি! দলের কর্মীদের যা নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল ]

কংগ্রেসের টুইটে বিদ্ধ মুখ্যমন্ত্রী

রণদীপ সুরজেওয়ালে টুইটে লেখেন- হরিয়ানা সরকার ধর্ষণ ও গণধর্ষণের মতো ঘটনা রোধ করতে ব্যর্থ। তারপর এমন মন্তব্য। তাঁর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। এর আগেও তিনি ধর্ষণের জন্য মহিলাদের কাঠগড়ায় তুলেছিলেন। ধর্ষণের মতো ঘটনা রোধ করতে তিনি মেয়েদের শালীনতা বজায় রেখে পোশাক পরার নিদান দিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন;ঋণ নিয়ে 'বিশেষ' বার্তা! আরবিআইকে জানাল মোদীর অর্থমন্ত্রক][আরও পড়ুন;ঋণ নিয়ে 'বিশেষ' বার্তা! আরবিআইকে জানাল মোদীর অর্থমন্ত্রক]

English summary
Hariyana CM Monoharlal Khattar comments rape logic and creates controversy. Congress targets him for his anti woman coment,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X