For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ম সংসদ মামলায় জিতেন্দ্র ত্যাগী গ্রেফতার, মেজাজ হারালেন নরসিংহনন্দ, পুলিশকে হুমকি

ধর্ম সংসদ মামলায় জিতেন্দ্র ত্যাগী গ্রেফতার

Google Oneindia Bengali News

হরিদ্বারের ধর্ম সংসদে প্ররোচনামূলক মন্তব্যের জন্য বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী ওরফে ওয়াসিম রিজভি। এটাই এই মামলায় প্রথম গ্রেফতার বলে জানা গিয়েছে। এই ধর্ম সংসদের ব্যবস্থাপক যতি নরসিংহনন্দ পুলিশের এই আচরণের তীব্র নিন্দা করেছেন। ত্যাগীর গ্রেফতারের সময় তিনি উপস্থিত ছিলেন এবং পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, '‌তোমরা সবাই মরবে।’‌

প্রথম গ্রেফতার ত্যাগীকে

প্রথম গ্রেফতার ত্যাগীকে

হরিদ্বারের ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে জিতেন্দ্র ত্যাগীর বিরুদ্ধে। এই ত্যাগী আগে নিজে মুসলিম ছিলেন পরে ধর্মান্তরিত হয়ে নাম বদলে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী রাখেন। উত্তরাখণ্ড পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়ে নড়েচড়ে বসেন এবং যতি নরসিংহনন্দ ও আরও এক অভিযুক্ত সাধ্বী অন্নপূর্ণাকে সমন পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে যে পুলিশের আধিকারিকরা জিতেন্দ্র ত্যাগীকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য নরসিংহনন্দকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছেন।

 পুলিশ–নরসিংহনন্দ বাকযুদ্ধ

পুলিশ–নরসিংহনন্দ বাকযুদ্ধ

ভিডিওতে দেখা গিয়েছে, নরসিংহনন্দ গাড়িতে বসে পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করছেন যে কেন ত্যাগীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মীরা তাঁকে জানান যে ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাই সেই মামলাতেই ত্যাগীকে গ্রেফতার করা হয়। এরপর নরসিংহনন্দ পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলেন, '‌ত্যাগি কি একা এই কাজ করেছে?‌ আমিও ওই তিন মামলায় তাঁর সঙ্গে ছিলাম।'‌ এরপর পুলিশ কর্মীরা তাঁকে গাড়ি থেকে নেমে আসতে বলেন যাতে তাঁরা তাঁদের পরবর্তী কাজগুলি করতে পারেন। কিন্তু নরসিংগনন্দ গাড়ি থেকে নামতে চান না। এখ পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, '‌ত্যাগী পরিস্থিতি বুঝতে পেরেছেন।' নরসিংহনন্দ জবাবে বলেন, '‌কিন্তু আমি বুঝতে পারছি না। আমাদের সমর্থনের জন্য তিনি হিন্দু হয়েছেন।'‌

পুলিশকে হুমকি নরসিংহনন্দের

পুলিশকে হুমকি নরসিংহনন্দের

উত্তরপ্রদেশের সিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি গত মাসেই হিন্দু ধর্মে ধর্মান্তর হওয়ার পর নিজের নাম বদলে জিতেন্দ্র সিং নারায়ণ ত্যাগী রাখেন। অন্যদিকে নরিসংহনন্দ, যিনি গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত, তিনি বিতর্কিত মন্তব্য করার জন্যই পরিচিত, তিনি হরিদ্বারে ধর্ম সংসদের আয়োজক ছিলেন। পুলিশের গাড়ি থেকে নামার জন্য নরসিংহনন্দকে পুলিশ যখন জোর করছিলেন তখন নরসিংহনন্দ বলেন, '‌তোমরা সবাই মরবে, তোমাদের সন্তানরাও মরবে।'‌

রুরকি থেকে গ্রেফতার ত্যাগী

রুরকি থেকে গ্রেফতার ত্যাগী

এসএসপি যোগেন্দ্র রাওয়াত জানিয়েছেন যে হরিদ্বারের রুরকি থেকে ত্যাগীকে গ্রেফতার করা হয়। নরসিংহনন্দ, ত্যাগী ও অন্নপূর্ণা সহ দশজনের বেশি নাম রয়েছে এফআইআরে। হরিদ্বারের ধর্ম সংসদে ইসলাম ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য করার জন্যই এই ধর্মগুরুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বুধবারই সুপ্রিম কোর্ট এই মামলায় নেওয়া পদক্ষেপ সংক্রান্ত হলফনামা ১০ দিনের মধ্যে জমা দিতে বলে উত্তরাখণ্ড সরকারকে। তারপরই নড়েচড়ে বসে সরকার এবং বৃহস্পতিবার এই মামলায় প্রথম ত্যাগীকে গ্রেফতার করে পুলিশ।

প্রতীকী ছবি

English summary
Uttarakhand police first arrests Jitendra Narayan Singh Tyagi in Haridwar Dharma Sangsad case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X