For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে টক্কর দিতে গিয়ে 'বেরোজগার' হয়ে গেলেন হার্দিক! কী ঘটেছে জানেন

বিজেপি নেতারা কিছুদিন আগেই বিভিন্ন সোশ্য়াল মিডিয়ায় নিজের নামের আগে 'চৌকিদার' শব্দটি বসিয়ে তাঁদের 'ম্য়ায় ভি চৌকিদার' প্রচার পর্ব শুরু করেন সোশ্যাল মিডিয়ায়।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি নেতারা কিছুদিন আগেই বিভিন্ন সোশ্য়াল মিডিয়ায় নিজের নামের আগে 'চৌকিদার' শব্দটি বসিয়ে তাঁদের 'ম্য়ায় ভি চৌকিদার' প্রচার পর্ব শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। ২০১৯ সালের ভোট যুদ্ধের আগে সমস্ত বিজেপি নেতারা নিজেকে দেশের 'চৌকিদার' হিসাবে উল্লেখ করছেন।

মোদীকে টক্কর দিতে গিয়ে বেরোজগার হয়ে গেলেন হার্দিক! কী ঘটেছে জানেন

এদিকে, গুজরাতের মোদী বিরোধী পাতিদার নেতা হার্দিক প্যাটেল সদ্য কংগ্রেসে যোগ দিয়েই 'চৌকিদার' ইস্যুতে মোদীর বিরুদ্ধে তোপ দেগেছেন। মোদী সহ বিজেপি নেতারা যেভাবে নিজেদের নাম পাল্টে ফেলছেন তা নিয়ে পাল্টা তোপ দেগেছেন হার্দিক প্যাটেল। মোদীর আমলে নিজেকে তিনি 'বেরোজগার' বা বেকার হিসাবে দাবি করেছেন হার্দিক। আর সেই ভাবনা মতোই নিজের প্রোফাইলে নামের আগে 'বেরোজগার' শব্দটি যোগ করেন হার্দিক।

মোদীকে টক্কর দিতে গিয়ে বেরোজগার হয়ে গেলেন হার্দিক! কী ঘটেছে জানেন

[আরও পড়ুন: পাহাড়ে বিজেপির সঙ্গে গোপন আঁতাত গুরুংপন্থীদের! এবার কি দোসর জিএনএলএফও][আরও পড়ুন: পাহাড়ে বিজেপির সঙ্গে গোপন আঁতাত গুরুংপন্থীদের! এবার কি দোসর জিএনএলএফও]

উল্লেখ্য, গুজরাতের ভূমিপুত্র হার্দিকের সঙ্গে পাতিদার সম্প্রদায়ের সমর্থন রয়েছে বলে দাবি বহু মহলের। গুজরাতের বিধানসভা নির্বাচনেও পাতিদার সম্প্রদায় রীতিমত ভাবিয়ে তুলেছিল বিজেপিকে। সেই পাতিদার ফ্যাক্টরই গুজরাতের বুকে বিজেপির চিন্তার কারণ হয় কি না, তা অনেকাংসেই নির্ভর করছে হার্দিক প্যাটেলের রাজনৈতিক গতিবিধির ওপর।

[আরও পড়ুন: 'মায়াবতী নিজে চুল রঙ করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কী নিয়ে তোপ বিজেপি নেতার][আরও পড়ুন: 'মায়াবতী নিজে চুল রঙ করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কী নিয়ে তোপ বিজেপি নেতার]

[আরও পড়ুন: কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান][আরও পড়ুন: কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান]

English summary
Hardik Patel puts berozgar prefix to counter Modi's Chowkidar campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X