For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস লকডাউন : রেলের পর এবার অভ্যন্তরীণ বিমান পরিষেবার উপরও কোপ পড়তে চলেছে!

Google Oneindia Bengali News

রেলের পর এবার দেশের লকডাউন আরও কার্যকর করতে কোপ পড়তে পারে অভ্যন্তরীণ উড়ানের উপরও। এর আগে ১৯ মার্চ বিদেশমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে ভারতে আন্তর্জাতিক বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে এরই মধ্যে উড়ানের সংখ্যা কমলেও জারি ছিল দেশের ডমেস্টিক ফ্লাইট।

আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধেও উন্নতি হয়নি পরিস্থিতির

আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধেও উন্নতি হয়নি পরিস্থিতির

উড়ানের উপর এই নিষেধাজ্ঞা ইউরোপের দেশগুলির ক্ষেত্রে লাগু করা হয় ১৮ মার্চ থেকেই। আর তাই ডাচ বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। এত কিছু করেও গত তিন-চার দিনে ক্রমেই লাফিয়ে লাফিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে দেশের ডমেস্টিক ফ্লাইট বন্ধ করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদ্বীপ সিং পুরী।

লকডাউনে গোটা দেশ

লকডাউনে গোটা দেশ

দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ নামক এই মারণ ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৪১৫ জন। দুই বিদেশী সহ প্রাণ হারিয়েছেন ৯ জন। এই পরিস্থিতিতে রবিবার দেশ জুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি, কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই সহ মোট ৮২টি শহরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বন্ধ রয়েছে রেল পরিষেবা

বন্ধ রয়েছে রেল পরিষেবা

এর আগে রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে এই লক্ষ্যে রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রিবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখা হবে। বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও। তবে যাত্রী পরিষেবা বন্ধ করা হলেও রেলের পণ্য পরিষেবা জারি রাখা স্বাভাবিক ভাবে।

বিমান পরিষেবা বন্ধ করতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

বিমান পরিষেবা বন্ধ করতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

এদিকে সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। রাজ্যে এখনও পর্যন্ত সাত জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। প্রত্যেককে কোয়ারান্টাইন রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় করোনা রুখতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে এখন যেন কোনও বিমান না আসে, সে ব্যাপারে পদক্ষেপ করতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Hardeep Singh Puri said on Monday that the government is seriously considering grounding domestic air travel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X