For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোঝিকোড়ে হরদীপ পুরী, কীভাবে ঘটল বিমান দুর্ঘটনা? যা বললেন বিমান পরিবহণমন্ত্রী

Google Oneindia Bengali News

কেরলের কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে যায় দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স ১৩৪৪। দু'টুকরো হয়ে যায় বিমানটি। দুর্ঘটনায় দুই বিমান চালকসহ ১৮ জনের মৃত্যু হয়। আজ ঘটনাস্থান পরিদর্শনে যান অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি।

খারাপ আবহাওয়ার জন্য এমন দুর্ঘটনা হয়ে থাকতে পারে

খারাপ আবহাওয়ার জন্য এমন দুর্ঘটনা হয়ে থাকতে পারে

ঘটনাস্থান পরিদর্শনের পর মন্ত্রী বলেন, 'আমি ৭টা ৪০মিনিট নাগাদ জানতে পারি বিমানটির কথা। খারাপ আবহাওয়ার জন্য এমন দুর্ঘটনা হয়েছে। তবে, বিমানবন্দর কর্তৃপক্ষ, সরকার যেভাবে কাজ করেছে সত্যি প্রশংসার যোগ্য। এভাবে কাজ না করলে হয়ত পরিস্থিতি আরও খারাপ হত। উদ্ধারকাজ দ্রুত শুরু হওয়ায়ই ম্যাঙ্গালোরের মতো ঘটনা ঘটেনি, তার জন্য আমরা ভাগ্যবান। আমরা গভীরভাবে শোকাহত।'

বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে

বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে

এই দুর্ঘটনা কীভাবে ঘটল? এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, 'কীভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা উচিত নয়। এমন যাতে আর না ঘটে সেজন্য তদন্তের দরকার। এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ শুরু করতে হয়, যেটা শুরু হয়েছে। তদন্তের জন্য দু'টো ব্ল্যাক বক্স দরকার তাও উদ্ধার করা হয়েছে।' আগামীদিনে দুর্ঘটনা এড়াতে এই এলাকায় কী কী করা হবে, সেবিষয়ে নিশ্চয়ই ভেবে দেখা হবে বলে জানিয়েছেন বিমান পরিবহনমন্ত্রী।

বিমানচালকদের নিয়ে মন্ত্রীর মন্তব্য

বিমানচালকদের নিয়ে মন্ত্রীর মন্তব্য

বিমানচালকদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, 'দীপক বসন্ত শাথে কমান্ডিংয়ে ছিলেন বিমানটির। ওঁর অনেক বছরের অভিজ্ঞতা। উনি আগে এয়ারফোর্সের পাইলট ছিলেন। স্বর্ণপদকপ্রাপ্ত পাইলট ছিলেন শাথে। এদিকে, সহকারী চালক অখিলেশ কুমার ৩২ বছরের। তিনিও অনেকটাই অভিজ্ঞতা সম্পূর্ণ ছিলেন। দু'জনেরই পরিবারের সঙ্গে কথা হয়েছে। শাথের ছেলে অ্যামেরিকা থেকে আসছেন।'

দেরি করে পরিদর্শনে যাওয়ার বিষয়ে কী বললেন মন্ত্রী?

দেরি করে পরিদর্শনে যাওয়ার বিষয়ে কী বললেন মন্ত্রী?

দুর্ঘটনার এতটা পরে পরিদর্শনে এলেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী। প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমরা দেরি করে এসেছি, কারণ আমরা আগে এলে উদ্ধারকাজে সমস্যা হতে পারত।' কেন্দ্র-রাজ্য সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 'মিলিতভাবে কাজ করব। সাহায্যের জন্য সমস্তরকম চেষ্টা করব। এই সময় সকলকে একসঙ্গে কাজ করতে হবে। কেরলে আসার পর যেমন ঐক্য দেখেছি, সেই ঐক্য নিয়েই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।'

<strong>লাদাখ ইস্যুতে ডিবিও-তে বৈঠক ভারত-চিন সেনার, প্যাংগংয়ের পর ফোকাসে এবার ডেপসাঙ</strong>লাদাখ ইস্যুতে ডিবিও-তে বৈঠক ভারত-চিন সেনার, প্যাংগংয়ের পর ফোকাসে এবার ডেপসাঙ

English summary
Hardeep Puri visits Kozhikode and announced compensation of Rs 10 lakhs to family of deceased
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X